কুড়িগ্রামে ধরলা নদীর তীর রক্ষা বাঁধ কেটে বালু উত্তোলন
1 min readমাহফুজার রহমান মাহফুজ, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে ধরলা নদীর তীর রক্ষা বাঁধ কেটে ক্ষমতাবানরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে বাঁধ সংলগ্ন এলাকায় মানুষের জীবন কাটছে আতংকে। জোর করে বসতবাড়ীর আশ-পাশের বালু কেটে বিক্রয় করলেও অসহায় মানুষজন কিছুই বলতে পারছেনা। সরেজমিন গিয়ে জানা যায় আরাজি পলাশবাড়ীতে কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধ ক্ষমতার দাপট দেখিয়ে এলাকার চিহ্নিত বালুদস্যু রজব আলী, সুলতানের পুত্র শান্ত, আবুলের পুত্র বিদ্যুত, খলিলের পুত্র শের আলী দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করছে। ফলে কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধটি পুরোপুরি হুমকির মুখে পড়ছে। ভাঙ্গনের ঝুকিতে রয়েছে এই এলাকার অন্তত ৫শতাধিক বসতবাড়ী। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্হানীয়রা বলেন, বালু উত্তোলনকারীরা ক্ষমতাবান। আমরা ভয়ে তাদের কিছু বলতে পারিনা। বালু উত্তোলনকারী ব্যাক্তিদয়ের সাথে কথা হলে তারা জানান, বাঁধকেটে রাস্তা তৈরি করেছি। সেই রাস্তা দিয়ে ট্রাকটর ও টলির মাধ্যমে আমাদের জমির বালু উত্তোলন করে বিক্রয় করছি। এতে করে কার ক্ষতি হলো তা আমাদের দেখার বিষয় নয়।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের এসডি রফিক জানান, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করব।