উম্মতের দরদী পয়গাম্বর হযরত মোহাম্মদ (সা.)
1 min read
[কাকলী আক্তার মৌ]
“পৃথিবীতে মা বাবা ছাড়া স্বার্থহীন ভাবে
কেউ ভালবাসে না”
এই কথাটা ভুল নাকি শুদ্ধ সেই তর্কে আমি যাব না।
সেই তর্কে যাওয়ার মত যথেষ্ট পরিমাণ মেধা, জ্ঞান-বুদ্ধি কোনটাই আমার নাই। তবুও আমার ক্ষুদ্র মনে কিছু প্রশ্ন জাগে; সেই উত্তরটাই শুধু চাই।
কিছুক্ষণের জন্য ধরে নেই পৃথিবীর সকল ভালবাসার মধ্যেই স্বার্থ নিহিত; মা বাবা ছাড়া।
তাহলে আমার মা বাবা কেন আমাকে ছোট থেকে আদর যত্নে লালন করে বড় করেন আর প্রতিনিয়ত এটা বলেন যে, বড় হও, গুণী হও, আলীম হও,
কোরআনে হাফেজ হও, উচ্চ চাকুরিজীবী হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মানুষের সেবা কর,
সুনাম অর্জন কর; দুর্নাম নয়।
তুমি বড় হলে, উচ্চ আসনে অসীন হলে লোকে আমাদের সম্মান দিয়ে বলবে “ঐ দেখ অমুক
হাফেজ/ইমাম/ডাক্তার/ইঞ্জিনিয়ার/
ম্যাজিস্ট্রেটের মা বাবা যাচ্ছে। এ কথাটা শুনে আমরা তখন তোমাকে নিয়ে গর্ববোধ করব।
এখন আমরা তোমাকে যোগ্য করে গড়ে তুলছি, আগামীতে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, তখন তোমাকেই আমাদের দেখা-শোনা করতে হবে, সেবা যত্ন করতে হবে, ভরণপোষণ করতে হবে। তখন কিন্তু আমাদের ফেলে দিলে চলবে না।
আরো বলি শোন, মরনের পরে আমাদের জানাজার নামাযটা তুমি পড়াবে, নামায শেষে আমাদের জন্য দোয়া করবে, দান খয়রাত করবে, পারলে প্রতিদিন কবরখানা একবার হলেও যিয়ারত করবে, হারাম পথ থেকে দূরে থাকবে। যাতে করে আমরা মরে গিয়েও সুখে থাকতে পারি, তোমার কারণে যেন আমাদের কবরে আযাব না হয়।
আচ্ছা, থাক ওসব কথা!
আপাত দৃষ্টিতে পৃথিবীতে সবাই সবার আপন হয়; হতে পারে কিন্তু মরনের পরে?
মরনের পরে কেউ কারো না, সে হতে পারে আপনার সন্তান,মা বাবা ও প্রাণের প্রিয় স্বামী-স্ত্রী।
হাশরের মাঠ তো আরো ভয়াবহ। মা বাবা সন্তাকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না; যতই স্বার্থহীন ভালবাসা হোক না কেন, সবার মুখে শুধু থাকবে “ইয়া নফসি,ইয়া নফসি”।
তবে হ্যাঁ,একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আছেন, যে আমাদেরকে প্রতিনিয়তই স্বার্থহীন ভাবে ভালবেসে যাচ্ছেন, যেখানে আমাদের স্বার্থটাই তাঁর স্বার্থ, আমাদের স্বার্থ রক্ষার জন্য যিনি আজো চিন্তা মগ্ন, সদা চিন্তিত,উদ্বিগ্ন, একটা বারের জন্যও নিজের কথা বলেননি, নিজের কথা ভাবেননি,
মরনের কালেও আল্লাহকে বলেছেন, আমার উম্মতের কি হবে?
মৃত্যুর পরেও যিনি আমাদের জন্য আজো কেঁদে চলেছেন। যিনি আপনাকে-আমাকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমাদেরকে না নিয়ে জান্নাতেই যাবেন না।
তিনি হলেন আমাদের প্রিয় রাসূল হযরত মোহাম্মদ (সঃ)। যার ভালবাসার কাছে পৃথিবীর সকল ভালবাসাই তুচ্ছ, ম্লান ও পরাজিত।
কিন্তু পক্ষান্তরে আমার মা বাবা কি?
ঐ কথাটা প্রশ্নবোধকই থাক,আপনারা যার যার মত করে,মেধা-মননে উত্তর বসিয়ে নিবেন।
আমার সাথে কেউ একমত হতে পারেন, কেউ দ্বিমত, তবুও এখানে শুধু একান্ত আমার মত দিয়ে সমাপনী টানছি।
“পৃথিবীতে রাসূল (সঃ) ছাড়া স্বার্থহীন ভাবে কেউ আমাকে ভালবাসে না”
“পরকালেও রাসূল (সঃ) ছাড়া স্বার্থহীন ভাবে
কেউ আমাকে ভালবাসবে না”।
আমি ঘুমন্ত কবি,নির্বাক ছবি-
Iam sleeping poet,Silent picture-
Kakoli Akther Mou