ফ্রান্সে মুহাম্মদ (স.)র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বুধবারী বাজার জমিয়ত ও তার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
1 min readকে,এম, জাবের আহমদ :: আজ-(০২/১১/২০২০ঈ:) সোমবার, বিকাল ৪ ঘটিকার সময়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ৫নং বুধবারীবাজার ইউপি,শাখা এবং তার অঙ্গ সংগঠন যুব জমিয়ত, ছাত্র জমিয়ত এর উদ্যোগ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব ও শেষ নবী হজরত মুহাম্মদ কে নিয়ে ফ্রান্সে রাস্ট্রীয় ভাবে ব্যঙ্গচিত্র প্রদর্শন এর বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বুধবারীবাজার ইউনিয়নের জমিয়ত কর্মি ও নবী প্রেমিকরা দলে দলে মিছিল সহকারে অংশ গ্রহণ করেন এছাড়া জামিয়া আমকোনা মাদরাসা, বৃহত্তর চন্দরপুর মাদরাসা, বুধবারী বাজার মাদরাসা ও বহরগ্রাম মাদরাসার ছাত্র-শিক্ষকরা দলে দলে মিছিলে যোগদান করেন ফলে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। মিছিল চন্দরপুর স্ট্যান্ড মসজিদের সামন থেকে শুরু হয়ে চন্দরপুর বাজার ও তাঁর আশ-পাশের এলাকা প্রদক্ষিণ করে এসে পূর্বের ঘোষিত পথসভার স্থান চন্দরপুর ব্রীজের নিচে হওয়ার কথা থাকলেও জনসমাগম প্রচুর হওয়ার ফলে আগের ঘোষিত স্থানটি পরিবর্তন করে চন্দরপুর ব্রীজের উপরে ইউপি জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রশিদ আহমদ এর সঞ্চলনায় এবং ইউপি জমিয়ত সভাপতি: জননেতা আলহাজ্ব শামছুদ্দীন বাণীগ্রামী এর সভাপতিত্বে পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি জমিয়তের সেক্রেটারি, আগামি ইউনিয়ন নির্বাচনে জমিয়ত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা কারী মাওলানা খলিলুর রাহমান বাগিরঘাটি। প্রধান অতিথির বক্তব্য রাখেন: বড়লেখা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, বুধবারীবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, উস্তাযুল আসাতিজা, জমিয়ত নেতা মুফতী মাওলানা রুহুল আমিন তালীমপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি ও দেউলগ্রাম টাইটেল মাদরাসার সিনিয়র শিক্ষক, হাফিজ মাওলানা আলি আহমদ।
বক্তব্য রাখেন: উপজেলা জমিয়ত নেতা ও বাদেপাশা ইউপি জমিয়তের সভাপতি, আমকোনা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা নূরুদ্দীন।
চন্দরপুর মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শিহাবুদ্দীন -সহ জমিয়ত, যুব জমিয়ত, ছাত্র জমিয়তের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো রাস্ট্রীয় ভাবে মুসলিম জাতির নবী, বিশ্ব নবী মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের ২০০ কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে তা মুসলমান জাতি কোন ভাবে মেনে নিতে পারবে না। প্রয়োজনে তাঁরা তাদের শেষ রক্তফোটাটি দিয়েও হলে এর প্রতিবাদ করে যাবো। আমাদেশ ৯৫% মুসলমানের দেশ হওয়ার পরেও আজ পর্যন্ত রাস্ট্রীয় ভাবে প্রধান মন্ত্রী কোন পদক্ষেপ গ্রহণ করেন নি তিনিকি জনগণের মুখের ভাষা বুঝতে অক্ষম? যদি অচিরেই রাস্ট্রীয় ভাবে এর প্রতিবাদ না করা হয় এবং ফ্রান্সের সকল পর্ণ্য বয়কট না করা হয় তাহলে বাংলাদেশের সবছে বৃহত্তম অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের উদ্যোগে আল্লামা নুর হুসাইন কাসীমি ও আল্লামা জুনাঈদ বাবুনগরীর নেতৃত্ব আজ দুতাবাস ঘেরাও কর্মসূচিতে ঢাকা নগরী যেমন জনসমুদ্রে পরিণত হয়েছে, ইনশাআল্লাহ! অচিরেই আর কটুর কর্মসূচি দেওয়া হবে বলে তারা কটুর হুশিয়ারী প্রদান করেন।
পরিশেষে উপস্থিত সর্বপ্রকার নবীপ্রেমিক তাওহিদী জনতা উপস্থিত হয়ে এবং সর্বপ্রকার সহযোগিতা করে আজকের অনুষ্ঠানকে সফলকরার জন্য ধন্যবাদ জানিয়ে সভাপতি সাহেব এর বক্তব্য ও দু’আর মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।