ফ্রান্সে বিশ্ব নবী (স)কে অবমাননার প্রতিবাদে ভোলায় তৌহিদী জনতার বিক্ষোভ
1 min readভোলা প্রতিনিধি :: ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। সোমবার বিকালে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে ইলিশা জংশন তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ করা হয়।
ইলিশা জংশন মাদ্রাসা রোড থেকে দলমত নির্বিশেষ সকল শ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে মাদ্রাসার হাট এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে সমাপ্তি করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আবদুল বারি, মাওলানা আবুল কালাম, সাংবাদিক ইয়ামিন হোসেন।
বক্তারা বলেন, জীবন দিবো তবুও বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স) এর অপমান সইবো না,
বক্তারা রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা সহ এখন থেকে ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।এছাড়াও ফ্রান্সের উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ইলিশা ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জামাল সরদার, ইউনিয়নের সহ দপ্তর সম্পাদক কবির মাল, ইকবাল হোসেন রাজু,কবির হোসেন, রাছেল ভুলাই প্রমুখ।