নাইক্ষ্যংছড়িতে ৩ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
1 min read
মোহম্মদ ইউনুছ :: কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি) সদস্যরা উখিয়ার পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি সীমান্তর ঘুমধুম হতে ৪৭১ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালংকার সহ মোঃ কলিম (২১) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে।
বিজিবি সদরদপ্তর জানায়, রোববার দিবাগত রাতে কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর নাইক্ষ্যছড়ির ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে,
এমন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপি’র একটি টহল দল উপজেলার ঘুমধুম এশিয়ান হাইওয়ে রোডস্থ ব্রীজের পার্শ্বে রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে (তিন কোটি পনের লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশত ঊনসত্তর) টাকা মূল্যমানের ৪৭১ ভরি ০৯ আনা ০৪ রতি বার্মিজ স্বর্ণ উদ্ধার করে। এসময় মোঃ কলিম (২১) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। আটক কলিমের বাবার নাম কবির আহম্মেদ। বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮, ব্লক-বি/৪৭ এর বাসিন্দা সে।
আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।