অবিলম্বে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে, বিক্ষোভ সমাবেশে বক্তারা
1 min readএম,আতিকুর রহমান কামালী :: ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা: ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ ২রা নভেম্বর বাদ আসর শাহারপাড়া বাজারে, বৃহত্তর শাহারপাড়া উলামা হুফ্ফাজ পরিষদের উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
পরিষদের প্রচার সম্পাদক হাফিজ মাওলানা সুহেল আহমদ’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মো: আব্দুর রকিব কামালীর পরিচালনায়
বক্তব্য রাখেন, বৃহত্তর শাহারপাড়া উলামা ও হুফ্ফাজ পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুনঈম শাহীন দা.বা. সহ সভাপতি মাওলানা আইয়ূব আলী কামালী, উপদেষ্টা মাওলানা উবায়দুল হক কামালী, সহ সধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ কামালী, সহ প্রচার সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা দ্বীনুল হাসান কামালী, সহ অফিস সম্পাদক মাওলানা ইমরান হুসাইন কামালী।
উপস্থিত ছিলেন, পরিষদের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল বাসিত কামালী রাজু, সহ অর্থ সম্পাদক মুফতি আব্দুল হাই কামালী সুহিত,
৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার মো: আঙ্গুর মিয়া কামালী, মো: জুম্মান কামালী, রাফি বিন রুকন উদ্দিন, সহ এলাকার সর্বস্তরের তৌহিদীজনতা এবং শাহারপাড়া শাহ কামাল রহ: ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ প্রমুখ;
পরিশেষে,
পরিষদের সেক্রেটারি মাওলানা সামসুদ্দিন সাহেবের দোয়ার মাধ্যমে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।