সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১৩ মাদকসেবীর জেল ও জরিমানা
1 min read
মোঃ মনিরুল ইসলাম ;; সিরাজগঞ্জের উল্লাপাড়া থানর হাটিকুমরুল গোলচত্তর এলাকায় ও বোয়ালিয়া বাজার এলাকায় শনিবার(৩১ অক্টোবর) বেলা ৪ টা হতে রাত্রী ৮ টা পর্যন্ত পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৩জন মাদক সেবিকে আটক করেন র্যাব-১২’র সদস্যরা।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। আটকৃতরা হলেন জেলার সলঙ্গা থানার হাটপাড়া গ্রামের মৃত আফজাল শেখের ছেলে আব্দুর রাজ্জাক(৪৫) ওদশর আলীর ছেলে সরোয়ার(৫০), বনবাড়িয়া গ্রামের ওসমানগনির ছেলে খোকন(৩০), বড়লেখা গ্রামের আব্দুল শুকুরের ছেলে মাসুদ (৩৫),তালপাড়া গ্রামের মুকবুলের ছেলে খালেক(৫০), পুরাতন পোষ্টঅফিস পাড়ার বাচ্চুর ছেলে বাপ্পি(৪৫), কাচিয়ারচর গ্রামের সাকোয়ার ফকিরের ছেলে শাহাদাত(২৫), হাসানপুর গ্রামের কুদ্দুসের ছেলে আবু হানিফ (৩৫), তারাটিয়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে সামছুল আলম(৪২),এবং উল্লাপাড়া থানার বক্ষ কপালিয়া গ্রামের আব্দুল গনির ছেলে মূরাদউজ্জামান(৩২), পাক্রল ভৈরাপাড়া গ্রামের ছাইদুরের ছেলে আবুবকর(৩৫), পাগলা গ্রামের মজনু মিয়ার ছেলে হেলালউদ্দিন(২৬)ও আব্দুল মান্নানের ছেলে আমিরুল (৪৮)।পরে আটক ব্যক্তিদের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৪২(১)ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত করে সিরাজগঞ্জ জেলার কারাগারে পাঠানো হয়।