ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল গোয়াইনঘাট
1 min readআব্দুল মালিক :: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হজরত মুহাম্মদ( সঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোবরাব বাদ জোহর শহীদ মিনার প্রাঙ্গণে জমিয়তে উলামা বাংলাদেশ গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা মাওঃ আব্দুল মালিক সাতাইনির সভাপতিত্বে এবং মাওঃমামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওঃফখরুল ইসলামম মুহতামিম জাতুগ্রাম মাদ্রাসা,মাওঃ আব্দুল লতিফ মুহতামিম আসামপাড়া মাদ্রাসা,মাওঃ লুৎফর রহমান সাঃ সম্পাদক উপজেলা জমিয়ত, মাওঃ আবদুর রহমান, মাওঃ আঃ করিম সিনিয়র সহকারী সম্পাদক, মাওঃ জামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওঃ বিলাল গাজি,মাও নেজাম উদ্দিন, মাওঃহিফজুর রহমান, মাওঃআজমতউল্লাহ, রশিদ আহমদ, মাওঃ ইজ্জত উল্লাহ,মাওঃশুয়াইবুর রহমান মাওঃ আঃ করিম, মাওঃ সুলতান মাহমুদ, মাওঃ মঞ্জুর আহমদ, মাওঃ আঃ করিম, মাওঃ আমিরুল ইসলাম, হাফিজ জামিল আহমদ প্রমুখ। পরে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।