আত্মসমর্পণের পর কারাগারে কানাইঘাটের কয়ছরের উপর তিন হামলাকারী
1 min read
মীম সালমান :: কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের দনা নয় নম্বর গ্রামের আজির উদ্দিনের ছেলে কয়ছর আহমদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে পা-বিচ্ছিন্নকরা মামলার অন্যতম আসামি ও শীর্ষ সন্ত্রাসী কাওছার, বিলাল ও হেলাল নামক তিন আসামীকে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আজ রোববার সকালে সিলেটের কেন্দ্রীয় আদালতের বিচারক এই আদেশ দেন। আদালতের সংলিষ্ট সুত্রে এ তথ্য জানা যায়। আদালতে আসামিদের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। কিন্তু ভিক্টিম কয়ছর পক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন, অবশেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামী কাওছার, হেলাল ও বিলাল আহমদকে কারাগারে পাঠানো হয়।
এরআগে নাজিম উদ্দিন, ইকবাল চৌধুরী ও পলাতক থাকা আসামি আলী আহমদকে গ্রেফতার করা হলেও তাদেরকে জামিন দিয়েছে আদালত।
উল্লেখ্য : বিগত ২২ মে ২৭ শের রমজান শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঈদের মার্কেট শেষে বাড়ি যাওয়ার পথে দনা দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন রাস্তার উপরে একদদল সন্ত্রাসীরা নৃশংসভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে কয়ছর আহমদের বাম পা- ও বাম হাতের বুড়ো আঙুল বিচ্ছিন্নকরে দেয়! বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
এমন নৃশংস ঘটনার পর থেকে এলাকায় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নৃশংস ঘটনার পরপরই কয়ছরের বাবা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন আহতের বাবা আজির উদ্দিন।
মামলা দায়েরের পর ৩ জন কে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে ছিলো মূল ৬ আসামি। ৬ জনের মধ্যে কাওছার, হেলাল ও বিলাল আজ আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন, আত্মসমর্পনের পর আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। তাছাড়া বাকি আসামীদেরকেও গ্রেফতারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান কানাইঘাট উপজেলার অফিসার ইনচার্জ।