অসুস্থ সাদেক হুসেন কামালী নিখোঁজ
1 min readএম, আতিকুর রহমান কামালী :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম শাহারপাড়া নিবাসী মো: রাশিম উদ্দিন কামালীর পুত্র মো: সাদেক হুসেন কামালী গতকাল থেকে নিঁখোজ!
তার ছোটভাই মো: তারেক আহমদ জানান গতকাল শেষ যোহরের সময় পর্যন্ত তাদের সাথেই ছিলেন, কিন্তু হঠাৎ বাড়ি থেকে বের হন, যার কারণে এখন পর্যন্ত কোনো সন্ধান মিলেনি
আত্মীয় স্বজন ও পরিচিতজনের কাছে খোজ খবর করেও কোথাও কোনো খবর মিলেনি, ভাইয়ের জন্য আমার অসুস্থ বাবা আরো অসুস্থ হয়ে পড়েছেন।
বিগত তিন-চার বছর থেকে আমার ভাইটি কিছু কারণে ম্যান্টালি স্ট্যাবল না। উনার চিকিৎসাও চলছিল। ঢাকা থেকে এই কিছুদিন আগেই দীর্ঘ প্রায় দুইমাস চিকিৎসা চলার পর কিছুটা মানসিক অবস্থা ভালো হয়ে গিয়েছিলো।
ভাইয়ের আগের সেই সুস্থ অবস্থা নাই দেখে আমরা ভাইকে সবসময় আমাদের নজরে নজরে রাখতাম, টেক কেয়ার করতাম। কিন্তু ভাইটি আমাদের থেকে আকস্মিক হারিয়ে গেলো!
পরিবারের কারো অসুস্থতা বা সমস্যায় পুরো পরিবারটিই ভেঙ্গে পড়ে। আমাদের অবস্থাও এখন এমন হয়ে গেছে।
আল্লাহ আমাদের যেন ধৈর্য্য দান করেন, আমিন।
যদি কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নের ফোন নাম্বারে যোগাযোগ করুন।
বাবা, 01716-023497 / ভাই, 01737-291715