সোমবার ফ্রান্সের দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর
1 min readসীমান্ত ডেস্ক ;; আগামী ২ নভেম্বর সোমবার ফ্রান্সের দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার প্রতিবাদে আগামী ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরী।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম’আ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সমমনা ইসলামী দল সমূহের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে হেফাজতে ইসলাম, ঢাকা মহানগরীর আমীর আল্লামা নুর হোসাইন কাসেমী এই কর্মসূচি ঘোষণা করেন।