লোহাগড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
1 min readমোঃ নয়ন শেখ ;; নড়াইলের লোহাগড়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া থানা পুলিশের আয়োজনে শনিবার (৩১ অক্টোবর) সকালে আর.এল.পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, পৌর আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন,মিসেস লাভলী হোসেন যুব মহিলা লীগ, খুলনা মহানগর,পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূইয়া, আনিচুর রহমান, শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান মিন্টু, যুবলীগ নেতা বুলবুল সেলিম প্রমুখ।পরে মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশ সর্বত্র পুলিশই জনতা জনতাই পুলিশ এই শ্লোগানের মাধ্যমে একটি বর্ণঢ্য র্যালি বের হয়ে থানা চত্বরে শেষ হয়।