ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার এরদোগানের
1 min read
বিশ্ব সংবাদ ;; তুরস্কে ও গ্রিসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের ইজমির শহরে কমপক্ষে অন্তত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০০ জনের বেশি। গতকাল শুক্রবার রাতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।
এদিকে, শক্তিশালী ভূমিকম্পের হানায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি এক টুইট বার্তায় এ মন্তব্য করেছেন।
তিনি জানান, সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান এবং মন্ত্রীদের সঙ্গে ঐ অঞ্চলে প্রয়োজনীয় কাজ শুরু করার পদক্ষেপ নিয়েছি।
ইজমির শহরের মেয়র জানিয়েছে ভূমিকম্পে তার শহরের অন্তত ২০টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। এদিকে একই ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের উত্তরাঞ্চল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।