ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে লাউতায় হেফাজতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
1 min readজুনাইদ আহমদ ;; ফ্রান্সের প্যারিস শহরের দেয়ালে প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে “হেফাজতে ইসলাম বাংলাদেশ”এর সারাদেশব্যাপী ডাকা অন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন হেফাজতে ইসলাম।
শুক্রবার (৩০-১০-২০২০ইসায়ী) বাদ আসর স্থানীয় বারইগ্রাম বাজারে এ বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষিণ করে হাইপার মার্কেটের সামনে এক পথসভায় মিলিত হয়।
ইউনিয়ন হেফাজতের সহ-সভাপতি মাওলানা নুরুর রহমান সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক ক্বাসেমীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১১নং লাউতা ইউনিয়নের চেয়ারম্যান জনাব গৌস উদ্দিন, দারুল ক্বোরআন মোহাম্মদীয়া মাদ্রাসা জলঢুপ’র মুহতামিম মাওলানা শিহাবুল ইসলাম,
মাওলানা রকিব উদ্দীন মুহতামিম বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসা,মুফতি আব্দুল্লাহ আল মামুন, মাওলানা এনাম উদ্দিন মুহসিন, মোহাম্মদ মকবুল হোসাইন,
মাওলানা রেজাউল করীম রাজু,মাওলানা নুরে আলম সিদ্দীকি।
বক্তারা বলেন, আজ থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা ফ্রান্সের পণ্য বয়কট করলাম। লাউতা ইউনিয়নের বাজারে ফ্রান্সের পণ্য সবাই বর্জন করুন।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালিক, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলনা শরীফ উদ্দিন, জনাব আব্দুল হাকিম, জনাব নাজিম উদ্দিন, মুস্তফা আল মাসউদ শাহীন, জাহাঙ্গীর আলম, মাওলানা যুবায়ের আহমদ, মাষ্টার আলী আহমদ,গোলাম রাব্বানী মাসুম, হামিদুল হক এমদাদ,জুনাইদ আহমদ,আব্দুর রাজ্জাক,নাজমুস সাকিব ফাহিম,শহিদুল ইসলাম মামুন এবং আলতাফ হোসেন, আমিনুল ইসলাম,নাইম আহমদ,হাঃ ময়নুল ইসলামসহ লাউতা ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি জনতা।
পরিশেষে সভার সভাপতি’র বক্তব্য ও দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্তি হয়।