পটিয়ার ছনহরা মুরালী এলাকায় বেলালের নেতৃত্বে মাদকব্যাবসা জমজমাট
1 min read
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ– চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন মুরালী ঘাট এলাকা ও কালি বাড়ি সংলগ্ন এলাকায় বেলাল এর নেতৃত্বে জমজমাট মাদক ও ইয়াবা এবং জুয়ার খেলার আসর বসিয়ে টাকা আদায় করছে মর্মে এলাকার লোকজন সুএে জানাগেছে। সে ঐ এলাকার মনসেফ আলী ছেলে। আগে সে সিএনজি গাড়ি চালাতেন। এখন গাড়ি চালানো ছেড়ে কালি বাড়ির সামনে চায়ের দোকান দিয়ে দোকানটি কৌশলে বন্ধ রেখে সামনে তালা লাগিয়ে দোকানের ভিতর জমজমাট মাদক ও ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি দোকানের ভিতরে জুয়ার খেলার আসর বসে বলে ঐ এলাকায় লোকজন অভিযোগ তুলেন। ছাগল মুরগী পালনের আড়ালে এইসব অসামাজিক কার্যকলাপে জড়িয়ে আছে বেলাল। সে সরকার দলীয় কথিপয় লোকজনের সহায়তায় মাদক ব্যাবসা করছে বলে হাসেম, মিটু অভিযোগ করে বলেন বেলাল এখন মাদক ব্যাবসা করে কয়েক লাখ টাকা মালিক বনেছেন। তার নিয়ন্ত্রণে তালসরা এলাকায় মাদক বিকিকিনি হয় বলে এলাকার লোকজনের সাথে কথা বলে জানাগেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান এলাকার লোকজনের অভিযোগ যাচাই করে ঘটনার সত্যাতা পেলে থাকে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারির কোন স্থান নেই।