নবী সা.কে ব্যাঙ্গ চিত্র করার প্রতিবাদে আন্দোলনে গর্জে উঠলো দলইরগাঁও
1 min readজাহিদ হাসান ইমাদ :: সম্প্রতি ফ্রান্স সরকার কর্তৃক রাষ্ট্রীয়ভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে ব্যঙ্গ-চিত্র প্রদর্শন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে সমগ্র বিশ্বে নবী প্রেমিক মুসলিম জাতি নিজ নিজ অবস্থান থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে ইমানী দাদায়িত্ব পালন করতেছে। তারি দ্বারা- বাহিকতা উক্ত সংস্থার সু- উদ্যোগে (৩০/১০/২০ইং) রোজ শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন।
দলইর গাঁও মাদ্রাসার সুনাম ধন্য মুহতামিম মাও: সিকন্দর আলী(কাসিমী) সাহেব এবং আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার মুহাদ্দিস মাও: হা: জাকারিয়া আহমদ সাহেব ও মুহাদ্দিস মাও:কাওছার আহমদ সাহেবে।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাদ্রাসার অন্যতম শিক্ষক মাও:লুৎফুর রহমান সাহেব ও মাও:হাবিব সাহেব এবং ইন্জিনিয়ার জয়নাল আবেদনআবেদনসহ আর অনেকেই উক্ত অনুষ্ঠানে প্রতিবাদী চেতনায় বক্তব্য রাখেন।
লেখার মধ্য শীর্ষে উক্ত প্রতিবাদ সভা যে সিদ্ধান্তে উপনীত হয় এবং বক্তাগনের বক্তব্য শ্রবণ মাধ্যমে আমাদের যা করণীয়।
১)ফ্রান্সের সকল পূর্ণ বয়কট করা ।
২) ফ্রান্স সরকার ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চচালিয়ে যাওয়া।
৩) যেকোনো সময় ফ্রান্সেরবিরুদ্ধে জিহাদের ঘোষণা হলে সর্ব অবস্থায় অংশগ্রহণ করা।
৪) প্রয়োজনে বাংলাদেশে ফ্রান্সের দূতাবাসে ঘেরাও করা।
৫) আমরা শাপলা চত্বরে রক্ত দিয়েছি প্রয়োজনে আর দেব তারপরে ও নবী মুহাম্মদ সা. এর সম্মান রক্ষা করবো। (ইত্যাদি)
পরিশেষে অমুসলিম জাতি ফ্রান্সের প্রতি উক্ত প্রতিবাদ সভায় সকল নবী প্রেমিক মুসলিম জাতি নিন্দা জানিয়ে দোয়ার মাধ্যমে সভার পরিসমাপ্তি করা হয়।