সম্মিলিত উলামা পরিষদ ৯নং পাইলগাঁও ইউনিয়ন এর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
1 min readআবুল হাসনাত শিহাব ;; ২৯/১০/২০২০)অাছরের নামাজের পর স্হানীয় অালী গনজ বাজারে সম্মিলিত উলামা পরিষদ ৯ নং পাইল গাও এর ব্যানারে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক শত মুসল্লী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও জনসাধারণ অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন সংঘটনের সহ সভাপতি হয়রত মাওলানা বাহাউদ্দীন সাহেব ও সাধারণ সম্পাদক মাও মুফতি অাকমল হোসাইন সাহেব সহ সাধারণ সম্পাদক মাও নুরুজ্জামান সাহেব মাও কামাল হোসাইন সাহেব মাও অামিনুদ্দীন সাহেব মাও অাবরারুল অালম (সিলেটী হুজুর) মাও বেলাল অাহমদ, মুহাম্মদ মিনার উদ্দিন, সাবেক মেম্বার সুনু মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বক্তৃতায় বলেন ফ্রান্স রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহা নবী ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলমানের কলিজায় অাঘাত দিয়েছে অামরা তার তীব্র নিন্দা জানাই। সাথে সাথে জনগন ও ব্যবসায়ীবৃন্দ কে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে অারো উপস্থিত ছিলেন জালাল পুর মাদ্রাসার শিক্ষা সচিব মাও কাওছার অাহমদ চৌধুরী, সিনিয়র শিক্ষক মাও অাব্দুল অাহাদ অাযাদ, মাও রুহুল আমিন, মাও মুক্তার উদ্দীন , মাও জাকির অাহমদ, পরিশেষে হয়রত মাওলানা বাহাউদ্দীন সাহেবের মোনাজাত এর মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।