শেখ হাসিনার কাজের বাস্তবায়নে সকলের আন্তরিক হতে হবে; প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ
1 min readআব্দুল মালিক :: সরকারী কাজের বাস্তবায়নে সকলের আন্তরিকতা প্রয়োজন। বৈশ্বিক মহামারী – দূর্যোগে আল্লাহর মেেহরবাণীতে আমরা এগিয়ে চলছি।প্রয়োজন সতর্কতা,স্বাস্হ্যবিধি, সমাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক ব্যবহার করতে হবে। দেশের নিত্য পণ্য চুরাই পথে পাচার রোধে ব্যবস্হা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন নিজের দেশে পন্য ঘাটতি সৃষ্টি করে চোরাই পথে পাচার মেনে নেয়া যায় না। পর পর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ফসলের সঠিক তালিকা প্রদানের নির্দেশ দেন এবং পরিষদ কর্তৃক কৃষকদের সরীষাবীজ প্রদান করায় ধন্যবাদ জানিয়ে বলেন সম্মিলিত চিন্তার মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন করতে হবে না হয় আড়ৎদারাই লাভবান হবে।করোনার ঢেউ আবারও প্রকট হতে পারে,সবাই সরকারী নর্দেশনা মেনে চলতে হবে।
২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দিনভর সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্হাপন ও উদ্বোধন শেষে পরিষদ মিলনায়তনে প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি কথাগুলো বলেন। বিকেল ৩টায় ইউএনও নাজমুস সাকিবের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআান তেলাওয়াত করেন পরিষদেের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি আসলাম চেয়ারম্যান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার। সভায় উপজেলা প্রশাসন,পুলিশ বিভাগের পদস্হ কর্মকর্তাবৃন্দ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃন্বৃন্দ উপস্হিত ছিলেন। প্রধান অতিথি নবগঠিত ১০ নং পশ্চিম আলীরগাঁও ইপির ভবন, পূর্নানগরে পানিশোধনাগার,উপজেলা মডেল মসজিদ,গোয়াইনঘাট বাজার থেকে গোয়াইনগ্রাম পর্যন্ত সিসি রাস্তা নির্মান প্রকল্পের ভিত্তি স্হাপন, আলীরগাঁও স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইব্রেরি উদ্বোধন ও ইমরান আহমদ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।
ছবিঃ গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্হাপন ও উদ্বোধন করছেন মন্ত্রী ইমরান আহমদ।