মোগলাবাজারে সিরাতুন্নাবী সা.বাস্তবায়ন কমিটির বিক্ষোভ মিছিল থেকে ৩ দফা দাবী
1 min readআবু তালহা তোফায়েল :: সম্প্রতি ফ্রান্সের একটি স্কুলে অবমাননা করা হয় বিশ্বনবি সা.কে। এরপর হত্যা করা হয় অবমাননাকারী বেয়াদব শিক্ষককে। এ ঘটনায় ফ্রান্সজুড়ে বিরাজ করছে চরম অস্থিরতা। ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয়ভাবে এ অবমাননা বৈধতা দেয়ার চেষ্টা করছে। ফ্রান্সের সাপ্তাহিক পত্রিকা “শার্লি এবদো” এঁকেছে প্রিয় নবির সা. ব্যঙ্গকার্টুন। এসব নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে বিশ্ব মুসলিমের হৃদয়ে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিশ্বজুড়ে। পিছিয়ে নেই বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বনবির অবমাননায় উত্তাল সারাদেশ। এরই ধারাবাহিকতায় আজ ৩০ অক্টোবর (শুক্রবার) বাদ জুমআ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সিরাতুন্নাবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সিরাতুননাবী সা. বাস্তবায়ন কমিটির বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের হৃদয় রাজ্যের বাদশাহ। প্রিয় নবির সা. জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না মুসলিম জাতি। কুরবান করে দিতে পারেন নিজের বাবা-মায়ের জীবন। সব কিছুর বিনিময়ে হলেও বিশ্বনবির সা. সম্মান রক্ষায় প্রস্তুত বিশ্ব মুসলিম। আমরাও আমাদের স্থান থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। বাক স্বাধীনতার নামে আমাদের নবী বিশ্ব শান্তির অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সা.কে ব্যঙ্গচিত্র করে ফ্রান্স সরকার পৃথিবীর ২’শ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে, এই আঘাতের প্রতিদান তাকে দিতেই হবে। তাই আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে স্পষ্টভাবে বাংলাদেশ সরকারের কাছে ৩টি দাবী জানাচ্ছি। ১/ ৪৮ ঘন্টার ভিতরে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করতে হবে। ২/ ফ্রান্সের দূতাবাস ও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। ৪/ রাসূলের দুশমনদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
সিরাতুননাবী বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আজির উদ্দিন চানপুরির সভাপতিত্বে এবং সহ-সাহিত্য সম্পাদক আহমদ জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, সংগঠনের উপদেষ্টা মঈনুল ইসলাম মঞ্জুর, জাহাঙ্গীর আলম লুকুছ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা আবু এমরান, নিজাম উদ্দিন, নুরুল আমিন, আব্দুস সালাম, মাওলানা ফয়জুর রহমান, ফখরুদ্দিন প্রমুখ।