“ফ্রান্সের সকল পণ্য বয়কট করুন”
1 min readআবুল হাসনাত শিহাব :: আজ দিরাই এর ভাটিপাড়া বাজারে সর্বস্তরের তাওহিদী জনতা আয়োজিত বিক্ষোভএ মিছিল ও প্রতিবাদ সভা শায়খ মাওলানা জাকির হুছাইন হাফিঃ এর সভাপতিত্বে ও ইমামুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন,মাওলানা মুহিবুর রহমান, মোহাম্মদ জাবির হুছাইন চৌধুরী উপস্থিত ছিলেন,মাওলানা সুহাইল আহমদ,ডাক্তার কাজী মোহাম্মদ আবু তালোব,জাহাঙ্গীর চৌধুরী, হাফিজ সাদিক আহমদ,মাওলনা আরিফ হুছাইন, মাওলানা শহিদুল ইসলাম, আখলাক কাজী,শাহির আলম মারুফ,এনামুল হাসান আকাশ, রুপক আহমেদ চৌধুরী, সহ সর্বস্তরের তাওহিদী জনত।
বক্তারা সকল কে ফ্রান্সের পন্য বয়কট করা সহ সরকার কে নিন্দা জানানোর আহবান জানান।