জৈন্তিয়া জনদাবী পরিষদ ৫নং ফতেহপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন; আহ্বায়ক হাফিজ জাকির হোসেন সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ
1 min readনিজস্ব প্রতিনিধি ;; জৈন্তিয়া জনদাবী পরিষদের ৫নং ফতেহপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সন্ধ্যা ৮ ঘটিকায় হরিপুর স্কুল মার্কেট অস্থায়ী কার্যালয়ে জৈন্তিয়া জনদাবী পরিষদের সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দিন শিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিকের পরিচালনায় সভাপতি এডভোকেট নাছির উদ্দীন ও সহ-সভাপতি মাসুক আহমেদ দেলওয়ার সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদ উদ্দিন রব্বানী সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মকবুল হোসেন প্রচার সম্পাদক বিলাল আহমেদ সহসম্পাদক সেলিম উদ্দিনের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের সম্মতিক্রমে হাফিজ জাকির হোসেন আহ্বায়ক ও মোঃ আব্দুল্লাহ কে সদস্য সচিব করে ১১ বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক হাফিজ কামরুল ইসলাম বাবর, বিলাল আহমেদ ইমরান সদস্য নুরুল হক,নাজিম কামরান,ফখরুল ইসলাম বাবুল, জাকারিয়া, মোরাদ হাসান, বদরুল ইসলাম,জুবের আহমেদ প্রমুখ।
সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক হাফিজ জাকির হোসেন বলেন, আগামী কিছুদিনের ভিতরে ৫নং ফতেপুর ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ।