কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনের এডহক কমিটি গঠন সফলের লক্ষ্যে প্রস্তুতি বৈঠক সম্পন্ন
1 min read
মীম সালমান :: আগামীকাল ৩১ অক্টোবর(শনিবার) দুপুর ১১ ঘটিকায় কানাইঘাট উপজেলাধীন লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নে অবস্থিত কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে বহুদিনের কাংখিত ম্যানেজিং কমিটির জন্য এডহক কমিটি। এলাকার জনসাধারণের দীর্ঘ দিনের এই প্রত্যাশা সফল হতে যাচ্ছে শুনে এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। অপেক্ষা শুধু ৩১ অক্টোবরের জন্য। গ্রামের পাড়া-মহল্লা আর বাজারের চায়ের দোকানে শুধু বিদ্যানিকেতন নিয়েই আলোচনা। সবমিলিয়ে সকলের মনে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাটছে সময়। সপ্নের এই প্রত্যাশা সফলের লক্ষ্যে আজ বাদ আসর কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনের মাঠেই এডহক কমিটি সফলের লক্ষ্যে জরুরি বৈঠক করেছে বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র ও এলাকার যুব সমাজ।
কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনের আগামীকালের শান্তিপুর্ণ আয়োজনে সকলের অগ্রণী ভুমিকা পালনের জন্য সর্বোপরি যুব সমাজ বদ্ধপরিকর হয়, এবং আগামীকাল প্রতিটি স্টুডেন্টের অভিভাবকদের নিয়ে বিদ্যানিকেতনে উপস্থিত হওয়ার আহবান জানানো হয়। পরবর্তী ম্যানেজিং কমিটি গঠনের আগ পর্যন্ত সকলের ভুমিকা অব্যাহত রাখার আহবান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, মোঃ রায়হান আহমদ, নুরুল ইসলাম, জসিম উদ্দিন জবরুল, হাফিজ আহমদ তালুকদার, মীম সালমান, রাসেল আল হাদী, এ,কে, এম জহিরুল ইসলাম, দেলোয়ার হুসাইন, হাসান আহমদ খান, কাওছার আহমদ, শাকির আহমদ, মাহমুদুল হাসান রাহাত, হানিফ আহমদ, সোহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য : কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন একটি সুপ্রসিদ্ধ প্রতিষ্ঠান, ২০০২ সালে জন্ম নেয়া প্রতিষ্ঠানটি আজ দেশবিদেশে পরিচিত। শুরুতেই বহুমাত্রিক সফলতার চাবিকাঠি হয়ে দাড়ায় প্রতিষ্ঠানটি। যেখান থেকে শিক্ষা নিয়ে ছাত্ররা আজ দেশবিদেশের আনাচে-কানাচেতে বিভিন্ন পেশায় লিপ্ত। অল্পদিনে আলোর মুখ দেখা প্রতিষ্ঠানের মধ্যে কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন অন্যতম। এলাকার মানুষ প্রতিষ্ঠানটি নিয়ে বুক ভরা আশা আর চোখ ভরা সপ্ন দেখতে থাকে। এলাকার মানুষের জন্য গর্বেরধন হয়ে দাড়ায় কাড়াবাল্লাহ বিদ্যানিকেতন। প্রতিষ্ঠানটি নিয়ে এখনো মানুষের সপ্ন দেখার শেষ নেই।
কিন্তু বিগত অর্ধযুগ ধরে স্কুল পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটি নিয়ে দেখা দেয় ধূম্রজাল! যা এখনো অব্যাহত। ২০১২ সালে সর্বশেষ কমিটি গঠন হওয়ার পর ১৪ সালের কমিটি গঠনে ধন্দ দেখা দিলে এখন পর্যন্ত কমিটি গঠন করা সম্ভব হয়নি! গ্রুপিং আর অন্তর কোন্দলের কারণে অপেক্ষার প্রহর নিয়ে অতিক্রম হলো ৬ টি বছর! বিগত ৬ বছরেও আসে নাই স্থায়ী কোন সমাধান। ইতিপূর্বে যারাই সমাধানের পথ খোঁজেছিলো তারাই এবং কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছিলো তারাই আবার বিভিন্ন মামলামোকদ্দমায় জর্জরিত হতে হয়েছিলো! সবমিলিয়ে একটি শ্বাসরুদ্ধকর সময় অতিক্রম করছে বিদ্যালয়টি। যেখানে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে ২ বছর পরপর কমিটি গঠন হতো সেখানে আজ ৬ টি বছর ধরে অযোগ্য ও অদক্ষ্য একজন সভাপতি দ্বারা বিদ্যালয় তার সূনাম-সূখ্যাতি বিনষ্ট করছে বলে দাবি করছে এলাকাবাসী এবং স্টুডেন্টদের অভিভাবকরা।
অবশেষে বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং স্কুল পরিচালনার ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব বাছাই করতে সোচ্চার হয়ে ওঠে এলাকার সর্বস্তরের যুব সমাজ, তারা প্রতিজ্ঞা করে বিদ্যালয়ের চলমান সমস্যা নিরসনের। একে একে বাস্তবায়ন করতে শুরু করে তাদের পথচলা। স্কুল ম্যানেজিং কমিটির জন্য দৌড়ঝাঁপ করে বিভিন্ন অফিস আদালতে। এলাকার মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাজের সাথে এক জোট হয় স্কুলের সাবেক শিক্ষার্থীরাও। অবশেষে যুব সমাজের দাবির মুখে গত ২৫/১০/২০ তারিখে এডহক কমিটির অনুমোদন প্রদান করে সিলেট জেলা শিক্ষাবোর্ড। লিখিত অনুমতি হাতে পৌছার পর আগামীকালই গঠিত হতে যাচ্ছে কাড়াবাল্লাহ বিদ্যানিকেতনের এডহক কমিটি।