উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা নূর হোসেন কাসিমীর সিলেট আগমন উপলক্ষে বিশিষ্ট আলেমদের মতবিনিময়
1 min readএম আতিকুর রহমান কামালী :: শায়খুল হাদীস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির তু-লে সুহবতপ্রাপ্ত, মুফতী মাহমুদ গাঙ্গুহী ও আল্লামা আবদুল মোমিন শায়খে ইমামবাড়ী রাহ. এর বিশিষ্ট খলীফা, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের (বেফাক) সহ-সভাপতি, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা নূর হোসেন কাসিমী হাফিজাহুল্লাহ আগামী ৭নভেম্বর শনিবার সিলেটে আগমন করবেন।
শায়খের আগমনে উপলক্ষে গতকাল বৃহস্পতিবার, সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খলীফায়ে মুহাম্মদপুরী হাফিজ মাওলানা আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন খলীফায়ে ইমামবাড়ী, বরেণ্য শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, জামিয়া মাদানিয়া বিশ্বনাথের সাবেক শিক্ষক, এক্সেল টাওয়ারের মেনেজিং ডিরেক্টর মাওলানা খলিলুর রহমান, জামিয়া দারুল হুদা সিলেটের মুহতামিম মাওলানা মুজীবুর রহমান কাসিমী, মুন্সিবাজার মাদরাসার মুহাদ্দিস মুফতি জামাল উদ্দীন, বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বানাথী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার মুহতামিম মাওলানা সৈয়দ সালিম কাসেমী, জামিয়া হিদায়াতুল ইসলামের মুহতামিম মুফতী মুতিউর রহমান, জামিয়া দারুল হুদা সিলেটের মুদাররিস মাওলানা ইসমত উল্লাহ সিদ্দিকী, মাওলানা কবির আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আব্দুল করীম দিলদার, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, সৈয়দ উবায়দুর রহমান প্রমুখ।
মতবিনিময়ে হুজুরের সফরসূচি নিম্নোক্তভাবে বিন্যান্ত করা হয়-
* আগামী ৭ নভেম্বর শনিবার ১১টার দিকে হুজুর সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে অবতরণ করবেন।
* দুপুর ১২টার দিকে বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী আলহাজ্ব মরহুম নাদির খান রহমাতুল্লাহি আলাইহির মাকবারাহ জিয়ারত।
* দুপুর ২টায় বিশ্বনাথ মাদানিয়া মাদরাসায় সালতুল জোহর আদায় ও দুপুরের আপ্যায়ন।
* বিকেল ৩টায় বিশ্বনাথ মাদানিয়া মাদরাসার নতুন ভবনে উদ্বোধনী দারস ও দোয়া মাহফিলে।
* বাদ আসর “ফিকরে দেওবন্দ” সেমিনার।
* বাদ মাগরিব সিলেট শহরের একটি মসজিদে ইসলাহী মাহফিল।
* বাদ এশা বায়আত মাহফিল। পরদিন বাদ ফজর সকালের ফ্লাইটে ঢাকা ফিরবেন। মহান আল্লাহ শায়খের হায়াতের মধ্যে বরকত দিন। সুস্থ রাখুন। আমীন।