‘ধর্মযুদ্ধ’ বাধাতে চায় পশ্চিমারা: এরদোগান
1 min read
সীমান্তের আহ্বান : ফ্রান্সসহ ইসলামকে আক্রমণ করা পশ্চিমা দেশগুলো ফের ধর্মযুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
বুধবার (২৮ অক্টোবর) তুর্কি পার্লামেন্টে এক ভাষণে এরদোগান বলেন, দুর্ভাগ্যবশত আমরা এমন এক প্রতিকূল সময় অতিক্রম করছি যখন ইসলাম, মুসলিম ও বিশ্বনবীকে অবমাননা করা হচ্ছে। এটি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপীয় নেতাদের মধ্যে এমন প্রবণতা দেখা যাচ্ছে। এমনকি ইউরোপীয় দেশগুলো ইসলামের প্রতি এই বিদ্বেষ গোপন করারও কোনও প্রয়োজন বোধ করে না।
তিনি বলেন, বাক স্বাধীনতার নামে যারা আমাদের নবীকে ব্যঙ্গ করার দুঃসাহস করে এমন কলঙ্কিত লোকদের সম্পর্কে আমার কিছু বলার প্রয়োজন নেই। তবে নবীকে যারা আক্রমণ করে কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমাদের জন্য সম্মানের বিষয়।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা (মুসলমানরা) এমন এক জাতি যারা কেবল আমাদের নিজের ধর্মকেই নয়, বরং অন্যান্য ধর্মের মূল্যবোধকেও সম্মান করি। আমাদের এই মূল্যবোধকেই এখন লক্ষ্য করা হচ্ছে। তারা যাই করুক না কেন আমরা আমাদের ন্যায়সঙ্গত অবস্থান ত্যাগ করবো না’।
উল্লেখ্য, মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। মহানবি সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোঁর মানসিক চিকিৎসা পরামর্শ দেন এরদোগান। সেই সঙ্গে মুসলিম দেশগুলোতে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।