অবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে; আত-তাওহীদ ছাত্র সংসদে বক্তারা
1 min readএম আতিকুর রহমান কামালী ;; জামিয়া দারুল কুরআন সিলেট এর আত তাওহীদ ছাত্র সংসদ এর সাপ্তাহিক সেমিনার আজ ২৯/১০/২০ইং বৃহস্পতিবার জামিয়ার ছাত্র সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আত তাওহীদ ছাত্র সংসদ এর সাবেক সভাপতি মুফতি মাওঃ আব্দুল মুমিন সাহেব দাঃ বাঃ এর সভাপতিত্বে ও আত তাওহীদের প্রচার সম্পাদক হারুনুর রশীদ ও শুয়াইব আহমদের পরিচালনায় জামিয়ার ছাত্র সংগঠন আত তাওহীদ ছাত্র সংসদ এর ৪র্থ তম সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন হিফ্জ তাকমিল এর ছাত্র মোবারক হুসাইন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস, হযরত মাওলানা মুফতি মীযানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস, সহকারী নাযিমে তা’লিমাত হযরত মাওলানা সাইদুজ্জামান আল হায়দার হাফিজাহুল্লাহু।
সেমিনারে ১২ই রবিউল আউয়ালের প্রচলিত কুসংস্কার ও ইসলামের বিধান এবং ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বক্তব্য রাখেন জামিয়ার বিভিন্ন ক্লাস প্রতিনিধি। এছাড়াও মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত ও হামদ্-না’ত, ইসলামি সংগীত পরিবেশন করেন বিভিন্ন ক্লাসের ছাত্র ভায়েরা।
সেমিনারের শেষ অধিবেশনে হযরত মাওলানা সাইদুজ্জামান হায়দরপুরী দাঃ বাঃ এর সমাপনী বক্তব্য ও দো’আর মাধ্যমে আজকের সাপ্তাহিক সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।