মুগদায় জমিয়তের তরবিয়তি ইজতেমা অনুষ্ঠিত
1 min readনিউজ ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুগদা থানার উদ্যোগে এক তরবিয়তী ইজতেমার আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর মুগদা, থানভীনগর এলাকায় এ তরবিয়তী ইজতেমা অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মুগদা থানা শাখার সভাপতি মাওলানা তাফাজ্জল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত তরবিয়তী ইজতেমায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কাসেমী বলেন, ‘জমিয়ত আকাবির ও আসলাফের রেখে যাওয়া দল। ‘মা আনা আলাইহি ওয়াসহাবিহী’র যে কাফেলা- সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈন-যাদের সমষ্টিগত নাম ‘সলফ’। এ সলফ হলো হকের জামাত। মেশকাতের শরাহ মেরকাতের মাঝে মোল্লা আলী ক্বারী রহ. সলফের ব্যাখ্যায়, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈন এই তিন প্রকারের দলের কথা বলেছেন। আমরা দীন পেয়েছি সলফের মাধ্যমে। নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে।
দারুল উলুম দেওবন্দের মুহতামিম ক্বারী তৈয়ব সাহেব বলতেন, মা আনা আলাইহি ওয়াস হাবিহীর যে হাদিস- এখানে ‘মা’ দ্বারা ‘কিতাবুল্লাহ’ উদ্দেশ্য। আর ‘আনা আলাইহি’ ব্যাখ্যা হলো, আমার কাছে জীবরাইল আ. এর মাধ্যমে মাওলায়ে কারীম থেকে যে ব্যাখ্যা এসেছে। আর ‘ওয়াস হাবিহী’, যে ব্যাখ্যা আমার থেকে আমার সাহাবায়ে কেরাম নিয়েছেন।’
মুগদা থানার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সলীমুল্লাহর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা মুস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতি জাবের কাসেমী, মাওলানা নূরুল আলম ইসহাকী প্রমূখ।