মানুষ গড়ার কেন্দ্র কাড়াবাল্লা বিদ্যানিকেতন আজ ধ্বংসের পথে
1 min readকানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের কাড়াবাল্লা-বড়চাতল গ্রামটি সমাজে বিভিন্ন গুণ দ্বারা সমাদৃত ।
এখানে আমাদের মানুষ গড়ার একমাত্র সম্পদ মাধ্যমিক প্রিয় প্রতিষ্ঠান কাড়াবাল্লা বিদ্যানিকেতন,
যদিও আমি এখানে লেখা পড়া করি নাই, তবে বিদ্যালয়ের প্রতিষ্টার ইতিহাস শুনে/পড়ে তাকে নিয়ে আমি গর্ব করি ।
এখান থেকে পৃথিবীতে সত্যের পথে চলার আলো এবং অনুপ্রেরণা পাই । ।
এহেন পরিপূর্ণতার মাঝেও না পাওয়ার কিছু একটা আমাকে নিরবে কাদায় ..
ধীরে ধীরে অনেক উন্নতি দেখলাম । সমাজের এমন পরিস্হিতিকে সামনে রেখে কিছু বলার ইচ্ছে হলো । স্কুলের মোটামুটি সবি আছে শুধু নেই একটি দক্ষ ম্যনেজিং কমিটি।
আজকে স্কুলের বৈধ একটি কমিটি না থাকার কারণে স্কুলের লেখা পড়ার অনেক ক্ষয় ক্ষতি হচ্ছে।
সবচেয়ে বড় কথা আজকের ছাত্র সমাজ ধংশের দ্বারপ্রাণ্তে । স্কুলের লেখা পড়ার উপযুক্ত পরিবেশ না থাকার কারণে সুন্দর জীবন কে নষ্ট করে দিচ্ছে তারা ।
যদি স্কুল সুন্দর ভাবে পরিচালনা হতো তার ফলে আমরাও পেতে পারতাম আমাদের এলাকা থেকে একটা ভবিষ্যতের একজন কাজী নজরুল ইসলাম!
স্কুলের প্রতিষ্টাতা/ভুমি দাতা সহ আব্বন্তরিন আরো অনেক সমস্যা আছে যেগুলো লিখে শেষ করা সম্ভব নয় ।
এহেন পরিস্থিতিতে ও স্কুলের মানউন্নয়নে একটা কমিটি বড়ই প্রয়োজন ।
আমি এলাকার সচেতন মহলের নিকট আকুল আবেদন করছি আমাদের প্রানের এই প্রতিষ্ঠান কে সুন্দর করার জন্য একটা সচ্ছ কমিটি আমাদের কাছে সরূপে ফিরিয়ে দিন ।
আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো ।
আর যদি আপনারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে নজর না দিয়ে বিষয় মটি এড়িয়ে যান তাহলে আমরা আমাদের পথ বেচে নেবো।
আর মনে রাখবেন আমাদের কাজ পক্রিয়াদিন।
ধন্যবাদ সবাইকে।
লেখক-
রাসেল হাদী চৌধুরী।
ছাত্র জমিয়ত বাংলাদেশ কানাইঘাট উপজেলা।