ফ্রান্সে রাসূল সা. এর অবমাননার প্রতিবাদে বড়লেখায় জমিয়তের বিক্ষোভ
1 min readমাহদী হাসান :: ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সা. এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন এবং মুসলমানদের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে; জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ (২৮ অক্টোবর, বুধবার; বাদ আসর) অনুষ্ঠিত হয়।
বড়লেখা কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বড়লেখা বাজারের মূল সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে অনুষ্ঠিত “বিক্ষোভ সমাবেশে” সভাপতিত্ব করেন- উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ রমিজ উদ্দীন।
উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওঃ শায়েখ মুখলিসুর রহমান, সহ-সভাপতি মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাওঃ বদরুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট এম.এম আতিকুর রহমান, বড়লেখা উপজেলা জমিয়তের সাহিত্য সম্পাদক মাওঃ হাফিয সাদিক আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ’র প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক হাফিয মাওঃ তায়্যিবুর রহমান, বড়লেখা উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক হাফিয মাওঃ ইব্রাহীম খলিল, বড়লেখা উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান, যুবনেতা মাওঃ শাহাবুদ্দীন, যুবনেতা মাওঃ জাকারিয়া আল আরশাদ, বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক মাওঃ ওলিউর রহমান শামিম, যুগ্ম সদস্য সচিব হাফিয ফাহিম আহমদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন- ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বনবীর অপমান করে মুসলমানদের কলিজায় যে আগুন ধরিয়েছে, তা নিভবেনা, যতক্ষণ না প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মুসলমানদের কাছে নিঃশ্বর্ত ক্ষমা না চাইবে। এসময় বিক্ষোব্ধ ছাত্র জনতা প্রেসিডেন্ট ম্যাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা যুব জমিয়তের প্রচার সম্পাদক মাওঃ মুজাহিদুল ইসলাম, তালিমপুর ইউপি যুব জমিয়তের সভাপতি মাওঃ আছাদুর রহমান, ছাত্রনেতা মাওঃ ফরহাদ আহমদ, মাওঃ ছাব্বির আহমদ, হাফিয জুনাইদ আল হাবিব, গোলাম রব্বানী মাসুম, হাফিয আব্দুল আজিজ এমরান, হাফিয হুসাইন আহমদ, গোলাম কিবরিয়া, মাহমুদুর রহমান প্রমুখ।
পরিশেষে, সভাপতির আলোচনা ও মুনাযাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।