March 22, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

ফ্রান্সে মহানবী সা.এর কটাক্ষকারীদের ধিক্কার জানিয়ে ‘যুব জমিয়ত বাংলাদেশ ১১নং লাউতা ইউনিয়ন’র প্রতিবাদ মিছিল

1 min read

জুনাইদ আহমদ ;; বিয়ানীবাজার উপজেলাধীন ১১নং লাউতা ইউনিয়নে, মঙ্গলবার (২৭-১০-২০২০ইসায়ী) বাদ মাগরিব স্বানীয় বারইগ্রাম বাজারে ফ্রান্সের প্যারিস শহরের দেওয়ালে প্রিয় মহানবী (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের সমালোচনা করে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষীণ করে হাইপার মার্কেটের সামনে পথ সভায় মিলিত হয়, মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও ছাত্র জমিয়ত লাউতা ইউনিয়ন’র সাধারণ সম্পাদক মাওলানা গোলাম রাব্বানী মাসুমের সঞ্চালনায় সভা শুরু হয়, সভায় বক্তব্য রাখেন যুব জমিয়ত ১১নং লাউতা ইউনিয়নের সাধারণ সম্পাদক যুবনেতা মকবুল হুসাইন, তিনি বলেন ফ্রান্সের যে সমস্ত পণ্য আমাদের দেশে বাজারজাত হচ্ছে বিশেষত প্রত্যেক জনসাধারণের ঘরে Total Gash সহ অন্যান্য পণ্য অনতিবিলম্বে বয়কট ও বর্জন করতে হবে।

বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত ১১নং লাউতা ইউনিয়নের সংগ্রামী সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, তিনি বলেন- ফ্রান্সের এ ঘটনায় সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছে। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে
ও মহানবী মুহাম্মদকে অবমাননা বিশ্বের দেড়শ কোটি মুসলিমরা কখনো মেনে নেবে না। নবীকে অবমাননাকর কার্টুন প্রদর্শন অনতিবিলম্বে বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ, আপনি এদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সের সরকারকে তাদের এই ন্যক্কারজনক ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান।
এছাড়াও ফ্রান্সে রাসূল (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওআইসি, আরবলীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান।

এছাড়া বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা এনায়েতুল্লাহ, মাওলানা এনামুদ্দীন মুহসিন, যুবদল নেতা আফজল হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর জালালিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ ও মাওলানা মাসরুর আহমদ, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক যুবনেতা মুস্তফা আল মাসউদ শাহীন, ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলার কলেজ শাখা বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম,হাফিজ রুমেল আহমদ, ইউনিয়ন যুব জমিয়ত’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্র জমিয়ত’র সহ-সভাপতি মাওলানা যুবায়ের আহমদ, মাষ্টার আলী আহমদ, ইউনিয়ন ছাত্র জমিয়ত’র প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, পাঠাগার সম্পাদক আব্দুর রাজ্জাক এবং আলতাফ হোসেন, আমিনুল ইসলাম সহ লাউতা ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রাণ তাওহীদি জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.