জৈন্তাপুরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ
1 min readজৈন্তাপুর প্রতিনিধি ;; সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং গতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে।
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় প্রবাসী প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ধন্যবাদ জানান মন্ত্রী।
এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলে,ন করোনা পরিস্থিতির কারণে নিয়মিতভাবে এলাকা সফর না করলেও উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। তবে এসব উন্নয়ন কর্মকাণ্ডে কোনরূপ দুর্নীতি বরদাস্ত করা হবে না।
আরও বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, টি এইচ এ ডাঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এমএ, এখলাছুর রহমান চেয়ারম্যান, এটিএম বদরুল ইসলাম,আমিনুর রশিদ চেয়ারম্যান, নিপেন্দ্র কুমার দে,যাদব বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক সাহেদ আহৃদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জহির রায়হান,মুক্তিযুদ্ধ সম্পাদক ডাঃ রশিদ আলী, সদস্য আবুল হোসেন, হেলাল উদ্দিন, ১ নং নিজপাট ইনিয়ন আওয়ামীলীগের সভাতি আতাউর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, দরবস্ত সভাপতি ইউ,পি আনোয়ার হোসেন, চারিকাটা ইউ/পি সাধারন সম্পাদক আবুল কাশেম মারুফ,ফতেপুর ইউপি সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, চিকনাগুল ইউপি সভাপতি ডাঃ আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ,সাধারণ সম্পাদক শওকত আলী, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন, স্বেচাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উ পজেলা প্রকৌশলী রমেন্দ্রহোম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসেন, সমাজসেবা কর্মকর্তা একে আজাদ, প্রকল্প কর্মকর্তা সালাউদ্দিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সিলেট গ্যাস ফিল্ড শ্রমিকলীগ সিবিএর সভাপতি হারুনুর রশিদ,সাধারন সম্পাদক আব্দুস সুবহান, ছাত্রলীগ নেতা আমিন আহমদও রুবেল শরিফ প্রমুখ।