কওমি ফাউন্ডেশনের মিশন ওয়ান মিলিয়ন বাস্তবায়নে রেঙ্গা মাদ্রাসায় বৃক্ষরোপণ
1 min readআহমদ উসমান ও শায়খুল ইসলাম :: আজ ২৮ অক্টোবর (বুধবার) সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় বৃক্ষরোপণ করে কওমি ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা।
বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ছিলেন
মিশন ওয়ান মিলিয়ন ট্রির ভলেন্টিয়ার শায়খুল ইসলাম, আহমেদ উসমান, তোফাজ্জুল হোসেন, আবু তালহা তোফায়েল, শাহ সাকিব, মোহাম্মদ মাহফুজ, শাহাবুদ্দিন জাকারিয়া, ইমরান আহমদ প্রমুখ।
উল্লেখ্য, সদকায়ে জারিয়া হিসাবে সারা বাংলাদেশে ১ লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কওমি ফাউন্ডেশন নামক অনলাইন (ফেইসবুক) গ্রুপ। মিশন ওয়ান মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে এ পর্যন্ত দেশের সিলেট বিভাগের ৪টি জেলার প্রায় অধিকাংশ উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে বলে জানিয়েছেন কওমি ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফয়জুর রহমান।
সারাদেশে এক লক্ষ গাছের চারা রোপণ করতে গ্রুপের সদস্যরা কওমি ফাউন্ডেশনের নামে তার বাড়ি, প্রতিষ্ঠান, মসজিদ বা রাস্তার পাশে বৃক্ষরোপণ করে ছবি, নাম ও স্থানের নাম তাদের নির্ধারিত গ্রুপে তথ্য দিতে অনুরোধ জানিয়েছেন গ্রুপের চেয়ারম্যান। অথবা কেউ যদি প্রতি চারার মূল্য ৩০৳ করে দিতে চান, তাহলে স্থানীয় ভলেন্টিয়ারের কাছেও দিতে পারবেন।