ফ্রান্স পণ্য বয়কট চাই (কবিতা)
1 min read[ইব্রাহিম হোসেন]
দ্বীনের নবী প্রাণের ছবি
বিশ্ববাসীর জান,
ক্যামনে পারিস ফ্রান্স বাসীরা
করতে অপমান।
যার কারণে আসলি ভবে
পেলি খ্যাতি মান,
নাকের ডগায় নিচ্ছিস কতো
দামি সুবাস ঘ্রাণ।
সৃষ্টি হতো না যে ওরে
বেইমান দালাল সব ,
তাঁর প্রেমেতে পাগল ভুবন
সৃষ্টিকারী রব।
ইবলিশেরই দাদাল তোরা
সাহস পালি কই?
তোদের মুখে ফুটাবো যে
চুন কালিরই দই।
আর কতো দিন করবি শোষণ
বিশ্ব জমিন পর,
জেনে রাখিস ভাঙবেে তোদের
দালান প্রাসাদ ঘর।
আমার নবী দ্বীনের নবী
হৃদয় মাঝে প্রাণ,
ধ্বংস হবি আমরা পাবো
ইসলামেরই ঘ্রাণ।
জেগে উঠো বিশ্ববাসী
বিশ্ব মুমিন দল,
ঘায়েল করো শত্রু সেনা
ফ্রন্সের দাবা’নল।
বয়কট করো যতো আছে
পণ্য ওদের ভাই,
শক্তিশালী হয়ে মোরা
জবাব দিতে চাই।