আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min readএম আতিকুর রহমান কামালী :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.)-এর স্মরণে গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে মরহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসা ভবনে শোক সভা ও দোয়া মাহফিল সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা খালেদ আহমদ ও মাওলানা শেখ বিলাল আহমদের পরিচালনায় অনুষ্টিত হয়।
অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন,
আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের বর্ণাট্য জীবন নিয়ে আলোচনা করেন সৈয়দপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক জননন্দিত ইউপি সদস্য আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান (হবিব মেম্বার), সৈয়দপুর শামছিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, সৈয়দপুর জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান নবীগঞ্জী, সৈয়দপুর জামেয়ার মুহাদ্দিস মাওলানা রমিজ উদ্দিন, সিলেট ল- কলেজের অধ্যক্ষ এডভোকেট সৈয়দ মহসিন আহমদ, আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের সাহেবজাদা বিশিষ্ট কবি ও গবেষক সৈয়দ মবনু, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, শিক্ষাসচিব মাওলানা লোকমান আহমদ খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,
কবি সৈয়দ আজমল হোসেন, হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলাম, জামেয়া সৈয়দপুরের শিক্ষক মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী, মাওলানা সৈয়দ ফয়জুল মুরছালিন, মাওলানা সৈয়দ শামিম আহমদ, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সাবেক উপ-পরিচালক (গ্রন্থ) সৈয়দ হিলাল আহমদ, মাওলানা সৈয়দ অলিদ আহমদ, মাওলানা আমিনুল ইসলাম রাজু, হাফিজ মাওলানা আব্দুল বাছির জামিল, মাওলানা সৈয়দ আবিদ সরদার প্রমুখ। শোক সভা ও দোয়া মাহফিলে গ্রামের বিভিন্ন শ্রেণী- পেশার ২ শতাধিক মানুষ অংশ নেন।
আলহাজ্ব সৈয়দ আতাউর রহমানের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন জামেয়া সৈয়দপুরের মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম।