ফ্রান্সে রাসুল (সা.)কে অবমাননা করার প্রতিবাদে জামেয়া তাওয়াক্কুলিয়া চক কাসিমপুরের মানববন্ধন অনুষ্ঠিত
1 min readএম আতিকুর রহমান কামালী ;; সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান,জামেয়া তাওয়াক্কুলিয়া চক কাসিমপুর বিশ্বনাথের উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী মুহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে আজ ২৬ অক্টোবর বাদ যোহর স্থানীয় ময়নাগঞ্জ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামেয়ার মুহতামীম মাওলানা খবির উদ্দিন সাহেবের সভাপতিত্বে নাজিমে তালিমাত মুফতি নুর আহমদের পরিচালনায় বক্তব্য রাখেনঃজামেয়ার নায়বে মুহতামীম মাওলানা মুতিউর রাহমান শাশননবী,সিনিয়র উস্তাদ ময়নাগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাহমান,হিফয বিভাগের উস্তাদ হাফিজ মাওলানা সৈয়দ হাবীব সালেহ,জামেয়ার শিক্ষক ডাক্তার কবির খান,জামেয়া মাদানীয়া বিশ্বনাথের উস্তাদ মাওলানা হাসান বিন ফাহিম,মারকাযুল কুরআন সিলেটের উস্তাদ মাওলানা আব্দুল হাই আল হাদী,কাদিরপুর মাদরাসার উস্তাদ মাওলানা মুখতার হোসাইন,এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব এমাদ খান,জনাব নজরুল ইসলাম,
জামেয়ার শিক্ষার্থী নজরুল ইসলাম ও জামিল আহমদ।
মাদরাসার আসাতিজায়ে কেরাম,ছাত্র,ও এলাকার সর্বসাধারণ নবী প্রেমিকদের উপস্থিতিতে বিশাল মানববন্ধনে পরিণত হয়।মানববন্ধন থেকে সম্মিলিত
দাবি অনতিবিলম্বে ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে।আমাদের প্রাণের নবী রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জত রক্ষায় সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।খুব দ্রুত নিন্দা প্রস্তাব পাশ করে ফ্রান্সের সাথে সর্বপ্রকার কুটনৈতিক চুক্তি চিরতরে বাতিল করতে হবে।পরিশেষে জামেয়ার মুহতামীম মাওলানা খবির উদ্দিন সাহেবের দুয়ার মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি হয়।