ফ্রান্সে মহানবী মুহাম্মদ (সাঃ)এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বানিয়াচংয়ে জমিয়তের বিক্ষোভ মিছিল
1 min readদিলোয়ার হোসাইন, বানিয়াচং থেকে : ফ্র্যান্সে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনের করার প্রতিবাদে বানিয়াচংয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী মুহাম্মাদ সা. কে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বানিয়াচং উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র এর যৌথ উদ্যোগে স্থানীয় নতুন বাজারে বাদ আসর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে এসে পথসভায় মিলিত হয়। বানিয়াচং উপজেলা জমিয়ত সভাপতি শাইখ মাও. মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা মাওলানা শেখ বশীর আহমদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি, কারী কমর উদ্দিন, উপজেলা জমিয়ত সিনিয়র সহ-সভাপতি মাও. আব্দুল জলিল ইউসূফী, সহ-সভাপতি মাও. হাবিবুর রহমান, মাও. সিরাজুল ইসলাম, সেক্রেটারী মাও. ইকবাল হুসাইন, যুগ্ম সেক্রেটারী মাও. মুজীবুর রহমান, প্রবাসী খেলাফত মজলিস নেতা মাও. শাহজাহান আহমদ, জমিয়ত নেতা, হা. মাও. মুবাশ্বীর আহমদ, ক্বারী আঃ সামাদ, মুফতী তাফাজ্জুল হক, প্রচার সম্পাদক মাও. শাহনুর,মাও. তাওহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব জমিয়ত সদস্য মুফতি সোহাইল আহমদ, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ শহিদুল ইসলাম, সেক্রেটারী হাফেজ সোহাইল আহমদ, উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মুফতী মুফাজ্জল হুসাইন, যুবনেতা মাও. সিরাজ উদ্দীন, মাও. ফরিদ উদ্দীন, মাও. তাফাজ্জুল হক, মাও. তৈয়বুর রহমান, মাও. আলতাফ হুসাইন, সাবেক ছাত্রনেতা হাফেজ এনামুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তাগণ ফ্র্যান্সের সাথে রাষ্ট্রীয় সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের পণ্য বর্জন করতে সরকারের প্রতি উদাত্ব আহ্বান জানান। সাথে সাথে ঢাকাস্থ ফ্র্যান্সের রাষ্টদূতকে পররাষ্টমন্ত্রালয়ে তলব করে নবীর ব্যঙ্গচিত্রের রাষ্ট্রীয় নিন্দা জানাতেও সরকাকে আহ্বান জানানো হয়।