ছোট মহেশখালী ডেইলপাড়ায় চতুর্থ শ্রেণীর ছাত্র বলৎকার, গ্রেপ্তার ১
1 min read
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার :: ঠাকুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র বলৎকার, গ্রেপ্তার ১, থানায় মামলা হয়েছে। থানা সূত্রে জানাগেছে, ছোট মহেশখালী ইউনিয়নের ডেইলপাড়া এলাকার আহসানের পুত্র ঠাকুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ ফয়সাল (১৩) কে বলৎকার করেছে একই এলাকার রুহুল আমিনের পুত্র মোহাম্মদ রাশেল (২৭), মহেশখালী থানা পুলিশ মোহাম্মদ রাশেল কে গ্রেপ্তার করেছে।
মিনা হামিদ বাদী হয়ে মোহাম্মদ রাশেল কে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, মামলা নং-(২০)-২৬/১০/২০২০ইং। ঘটনাটি ঘটেছে ১১/১০/২০২০ইং, ডেইলপাড়াস্হ মকবুল আহমদের মার্কেটে। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ছেলে বলৎকারের ঘটনা সত্য, মামলা হয়েছে, এই রকম জঘন্য ঘটনার সাথে যারা জড়িত, যারা সহযোগী, যারা তদবির কারী সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কারন এই বিষয়ে সরকার খুব হার্ডলাইনে।