গোয়াইনঘাটের ফসলের মাঠ আক্রান্ত; চুংগি ও লেদা পোকার আক্রমণ, দিশেহারা কৃষকরা
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: দফায় দফায় বন্যার পর এবার গোয়াইনঘাটের ফসলের মাঠে চুংগি ও লেদা পোকার আক্রমণ শুরু হয়েছে। বিনষ্ট করছে মাঠের ঘাসসহ ধানের ফসল। পাজর ভাঙ্গা কৃষকের চরম দুশ্চিন্তায় কাঠছে দিন।
গত মে থকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় দফা বন্যা পর পর আঘাত হানে গোয়াইনঘাটে। রাস্তাঘাট, ঘরবাড়ি আর মাটের ফসলের ব্যায়াপক ক্ষতি করে বিধ্বস্ত করে দেয় গোটা গোয়াইনঘাটকে। বন্যার হিংস্র তাণ্ডবে ক্ষত বিক্ষত হয় কৃষকের মাঠের ফসল। তার পরও তাদের প্রাণান্ত চেষ্টায় আবারও সবুজের সমারোহে সাজিয়ে উঠে মাঠ। কিন্তু পিচু ছাড়েনি বন্যা। আশিনে বন্যায় সয়লাভ হয়ে যায় মাঠ ঘরবাড়ি। বন্যর থাবা থেকে বেঁচে উঠা মাঠের অবশিষ্ট ফসল ঘরে উঠবে এমন প্রত্যাশা ছিল কৃষক হৃদয়ে। কিন্তু ১৫ অক্টোবরের পরই ফসলের মাঠে চুংগি ও লেদা পোকার আক্রমণ শুরু হয়। ঘাসসহ মাটের ফসল কাঠছে লেদা পোকা। কৃষকরা বলছেন এটা আল্লাহর গজব কোন ঔষধ দিয়ে তাড়ানো সম্ভব নয়। কৃষি কর্মকর্তা সুলতান মিয়া বলেন বর্তমানে ১৪ হাজার হেক্টর জমিতে ফসল রয়েছে,আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি সর্বত্রই পোকার আক্রমণ রয়েছে। কৃষকদের পরমর্শ দেয়া হয়েছে, ক্ষতির পরিমান ১%থেকে ২% এর বেশী হবে না ইনশাল্লাহ। এ দিকে কৃষকের গো মহিষ বাঁচাতে অনেকে মাঠের ফসল কেঠে খাওয়াচ্ছেন।বন্যা মহামারী দূর্যোগে কতটুকু ফসল ঘরে উঠবে সেই শঙ্কায় দিশেহারা অবস্থায় রয়েছেন কৃষকরা।