ইতিহাসে কওমিরাই অনন্য, বরেণ্য ও অগ্রগণ্য
1 min readসাইদুজ্জামান আল হায়দার
বিশ্বময় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করতে জেনারেল শিক্ষার প্রতিটি ক্যাম্পাসের ন্যায় মাতৃভূমির প্রতিটি বিশ্ববিদ্যালয়,কলেজ, হাইস্কুল, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন,আলিয়া মাদ্রাসা তথা জেনারেল শিক্ষার সরকারি-বেসরকারী বিদ্যালয়গুলো দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে।শুধুমাত্র কওমি মাদ্রাসা তথা কুরআন ও হাদীসের ক্যাম্পাস তার নিজস্ব গতিতে আলো বিচ্ছুরিত করে যাচ্ছে।হা’জা মিন ফাজলিল্লাহ!বিশ্ব জরিপে বারংবার প্রমাণিত হয়েছে বিশ্বব্যাপি যত মিশন ও ভিশন রয়েছে সবচাইতে বেশি ইসলাম,মানবতা ও জন্মভূমির খেদমত নিরলস ভাবে করে যাচ্ছে কওমিরাই।একই আদর্শ বুকে লালন করে এ বসুন্ধুরার প্রতিটি দেশে দিবানিশি তাদের কর্মতৎপরতা বিদ্যমান।অথচ নেই কোন ওয়াল্ড নেতা ও সরকারের পৃষ্ঠপোষকতা। তবে অবশ্যই আছে একমাত্র মাওলায়ে রাহমানের সর্বপ্রকার সহযোগিতা।ইতিহাস সাক্ষী পরিবারে,সমাজে,দেশে ও বিদেশে যত পর্যায়ের অবৈধ কার্যক্রম হয়েছে! হচ্ছে! এবং হবে এগুলোর সিংহভাগ’ই কওমি সন্তানের দ্বারা পরিচালিত হয় না।শিক্ষার মানোন্নয়নে পরীক্ষার বিকল্প নেই। বিশেষ করে কেন্দ্রীয় পরীক্ষা। চলতি বছরে ভাইরাসের কারণে জেনারেল ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে বিনা পরীক্ষায় পাশ দেয়া হয়েছে।কিন্তু একমাত্র কওমিরা সম্পূর্ণ সতন্ত্র তারা ২০২০ সালেও বোর্ড কর্তৃক কেন্দ্রীয় পরীক্ষা নিয়েছে।আরতা হবেই না কেন মাওলা বলেছেন “আমি কুরআন নাজিল করেছি আর আমি’ই তার হেফাজত করবো” সুতরাং আল্লাহ তাআলা তার কিছু বান্দার মাধ্যমে তার কালাম তথা ইসলামের হেফাজত করবেন।মোদ্দা কথা হচ্ছে ইতিহাসে কওমিরাই অনন্য বরেণ্য ও অগ্রগণ্য।
লেখক: নিয়মিত লেখক, সীমান্তের আহ্বান
কলামিস্ট ও শিক্ষানুরাগী