হাটহাজারীতে তোলপাড় বন্ধের দিনে হাটহাজারী পৌরসভার সুসজ্জিত অফিসে লাইনম্যান মনোয়ারের নারী নিয়ে আড্ডা
1 min readহাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :: হাটহাজারী পৌরসভার ডাক সাইটে বিদ্যুৎ লাইনম্যান মনোয়ার সরকারি বন্ধের দিনে পৌরসভা কার্য্যালয়ের ৭ নম্বর কক্ষের সুসজ্জিত অফিস কক্ষে বসে একজন তরুণির সাথে আড্ডা দেয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে বারটার সময় নিরব জনমানবহীন পৌরসভার কার্য্যালয়ে নারী নিয়ে মনোয়ারের আড্ডার সংবাদ প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ এলাকার নাগরিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে বিদ্যুৎ লাইনম্যান হলেও পৌরসভার এক শীর্ষ কর্মকর্তার বিশেষ আস্থাভাজন লোক হিসেবে পরিচিত লাইনম্যান মনোয়ার কখনো বিদ্যুতের খাম্বায় উঠেননি। ক্ষমতার অপব্যাবহার করে মনোয়ার বসেন পৌরসভার ৭ নম্বর কক্ষের সুসজ্জিত অফিসে। পৌরসভার নাগরিকদের হয়রানি সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির এন্তার অভিযোগ রয়েছে লাইনম্যান মনোয়ারের বিরুদ্ধে। একাধিক পৌর নাগরিক মনোয়ারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে প্রশ্ন রেখে বলেন একজন বিদ্যুৎ লাইনম্যান কিভাবে সুসজ্জিত অফিসে বসেন, এবং বন্ধের দিনে নারী নিয়ে কিভাবে সরকারি অফিসে আড্ডা দেন।
এদিনে বন্ধের দিনে লাইনম্যান মনোয়ারের অফিসে নারী নিয়ে আড্ডার খবর পেয়ে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানিয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। এসময় বন্ধ থাকা হাটহাজারী পৌরসভার সামনে এক শিশুকে খেলতে দেখা যায়। এ অবস্থায় পৌরসভা কার্য্যালয়ে প্রবেশ করে সাংবাদিকরা ৭ নম্বর রুম খোলা দেখতে পান। সেখানে মনোয়ার আর একজন তরুণিকে খোশ গল্প করতে দেখা যায়। সাংবাদিকদের দেখে ওই তরুণি কিছুক্ষণ পর মনোয়ারের অফিস থেকে বের হয়ে চলে যায়।
নিরব ও জনমানব শূন্য নির্জন পৌরসভার অফিসে বসে যে মহিলার সাথে চা নাস্তা খেয়েছেন তিনি কে মনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি স্থানিয় সাংবাদিকের এ প্রশ্নের জবাবে বলেন আমি এ ব্যাপারে কিছু বলতে পারবনা। আপনারা পৌর প্রশাসকের সাথে কথা বলেন।
এ বিষয়ে পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মহুরীর কাছে জানতে চাইলে তিনি স্থানিয় সাংবাদিককে কে বলেন শুক্র আর শনিবার সরকারি বন্ধ থাকে। তবে বিশেষ কাজে সাময়িক সময়ের জন্য অফিস খোলে আবার বন্ধ করা হয়। বন্ধের সময় অফিসে বসে গল্প করা যায় না। আমি কালকে ওনাদের সাথে কথা বলে জানতে পারব।
বন্ধের দিনে অফিসে বসে মহিলার সাথে আড্ডা দেয়াসহ পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মাদ রুহুল আমিনের কাছে জানতে চাওয়ার জন্য ফোন করলে তিনি স্থানিয় সাংবাদিকের ফোন রিসিভ করে বলেন আমাকে ফোন করা লাগবে না। যা খুশি তা লিখে দাও। কিভাবে ইউএনও কে ছোট করা হয় সে নিউজ গুলো কর। একথা বলেই ইউএনও রুহুল আমিন ফোনের সংযোগ কেটে দেন।