বেগমগঞ্জে পাঁচ ছিনতাইকারী আটক
1 min read
মোহাম্মদ দেলোয়ার হোসেন :: নোয়াখালী বেগমগঞ্জের চৌমুহনী শহরে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি ছিনতাই হওয়া মোটর সাইকেল এবং র্¯^ণালংকার উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা পুলিশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-সবুজ(৩০),সাদ্দাম(২০),জসিম(৩২),রাজু(২৪) ও ইউসুপ(৩০)।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তা কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার গভীর রাতে তাদের আটক করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।