প্রবীণ আইনজীবি ব্যারিষ্টার রফিক-উল হকের ইন্তিকালে আল্লামা কাসেমীর শোক - Shimanterahban24
March 31, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

প্রবীণ আইনজীবি ব্যারিষ্টার রফিক-উল হকের ইন্তিকালে আল্লামা কাসেমীর শোক

1 min read

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বাংলাদেশের প্রবীণ আইনজীবি ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার রফিক-উল হকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জমিয়ত মহাসচিব বলেন, মরহুম ব্যারিষ্টার রফিক-উল হক একজন প্রাজ্ঞ ও অভিজ্ঞ আইনবিদ ছিলেন। তিনি দেশ জাতি ও জনগণের পক্ষে হক কথা বলতে কাউকে পরোওয়া করতেন না। রাষ্ট্রের একজন প্রবীণ ও অভিজ্ঞ নাগরিক ব্যারিষ্টার রফিক-উল হকের মৃত্যুতে দেশ একজন কৃত্বিমান শ্রেষ্ঠ সন্তানকে হারালো। তাঁর ইন্তিকালে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পুরণ হবার নয়।

শোক বার্তায় আল্লামা নূর হোসাইন কাসেমী মরহুম ব্যারিষ্টার রফিক-উল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরকালে জান্নাত লাভের জন্য মহান আল্লাহর দরবারে দু’আ করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.