পটিয়া উপজেলা ইসলামী ছাত্রসেনা পূর্ব পরিষদের প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত
1 min readসেলিম চৌধুরী :: ২৪ অক্টোবর ২০২০ইং রোজ শনিবার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পূর্ব পরিষদের প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা অধ্যক্ষ আবু মনছুর দৌলতি, উদ্ভোধক ছিলেন জেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব জননেতা হাফেজ আহমদ আল-কাদেরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের নেতা সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব
ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, বিশেষ অতিথি ছিলেন মাষ্টার আলী খাঁন, উপজেলা ফ্রন্টের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব ইউছুপ জিলানী, আবুল কালাম লিটন, জাহাঙ্গীর আলম, যুবনেতা নাঈম উদ্দিন আলমদার, কাজী ইকবাল প্রমুখ। বক্তারা বলেন ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলাধীন ইউনিয়ন শাখাগুলো মজবুত করে সুন্নিয়তের খেতমদ আনজাম দেওয়া। সাথে সাথে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাসহ অসংখ্যা ওলামাশায়েক উপর হামলা সঠিক বিচারের দাবি জানান। পরে মুহাম্মদ মিজান উদ্দিনকে সভাপতি, আলমগীর হোসাইনকে সাধারণ সস্পাদক ও শহীদুল ইসলাম সাগরকে সাংগঠনিক সম্পাদক করে ২৭জন বিশিষ্ট ২০২০-২০২১ সেশনের পুনাঙ্গ কমিটি ঘোষণা।