জাগো মুসলিম, জাগো
1 min read
[কাকলী আক্তার মৌ]
জেগে উঠো মুসলিম,জেগে উঠো বীর,
ভেঙ্গে গেছে স্বপ্নের;শান্তির নীড়।
ঘুমে ঘুমে আর কত বেলা রবে পরে,
দুশমন ঢুকে আছে তোমাদের ঘরে।
মার মার কাঁট কাঁট;রণের’ই বীণে,
ঈমানের আলোটা নিতে চায় কিনে।
রাসূলের নামে তারা ছবি আঁকে বাজে,
হিংসার দামামা কানে দেয় গোজে।
কুট-চাল আঁকে তারা গিজ গিজ রঙ্গে,
মুমিনের বিশ্বটা দিতে চায় ভেঙ্গে।
বন্ধুর স্বরূপে পিশাচে হাসে,
নরপিশাচের দলে হিংসায় ভাসে।
মুনাফিক দেখে সব;বাণ কাঁটে একজোটে,
মুমিনের আত্মাটা খেতে চায় লুটেপুটে।
সাবধান,সাবধান;ওরে পিশাচের দল,
জেগে গেছে মুসলিম;ভরে বাহু বল।
ক্ষণ আছে এখনো ভাল হয়ে চল,
নয় তো শুয়ে থাক খেয়ে দেয়ে মল।
দিস না,দিস না;ঈমানে হাত,
জ্বলে পুড়ে হয়ে যাবি তুই কুপোকাত।
জেগে উঠো মুসলিম,জেগে উঠো বীর,
ভেঙ্গে গেছে স্বপ্নের;শান্তির নীড়।
আমি ঘুমন্ত কবি,নির্বাক ছবি- Kakoli Akther Mou