জা‌গো মুস‌লিম, জা‌গো - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper


Warning: sprintf(): Too few arguments in /home/shimante/public_html/wp-content/themes/newsphere/lib/breadcrumb-trail/inc/breadcrumbs.php on line 254

জা‌গো মুস‌লিম, জা‌গো

1 min read

 

[কাকলী আক্তার মৌ]

জে‌গে উ‌ঠো মুস‌লিম,‌জে‌গে উ‌ঠো বীর,

ভে‌ঙ্গে গে‌ছে স্ব‌প্নের;শা‌ন্তির নীড়।

ঘু‌মে ঘু‌মে আর কত বেলা র‌বে প‌রে,
দুশমন ঢু‌কে আ‌ছে তোমা‌দের ঘ‌রে।

মার মার কাঁট কাঁট;র‌ণের’ই বী‌ণে,
ঈমা‌নের আ‌লোটা নি‌তে চায় কি‌নে।

রাসূ‌লের না‌মে তারা ছ‌বি আঁ‌কে বা‌জে,
হিংসার দামামা কা‌নে দেয় গো‌জে।

কুট-চাল আঁ‌কে তারা গিজ গিজ র‌ঙ্গে,
মু‌মি‌নের বিশ্বটা দি‌তে চায় ভে‌ঙ্গে।

বন্ধুর স্বরূ‌পে পি‌শা‌চে হা‌সে,
নর‌পিশা‌চের দ‌লে হিংসায় ভা‌সে।

মুনা‌ফিক দে‌খে সব;বাণ কাঁ‌টে এক‌জো‌টে,
মু‌মি‌নের আত্মাটা খে‌তে চায় লু‌টেপু‌টে।

সাবধান,সাবধান;ও‌রে পিশা‌চের দল,
জে‌গে গে‌ছে মুস‌লিম;ভ‌রে বাহু বল।

ক্ষণ আ‌ছে এখ‌নো ভাল হ‌য়ে চল,
নয় তো শু‌য়ে থাক খে‌য়ে দে‌য়ে মল।

দিস না,‌দিস না;ঈমা‌নে হাত,
জ্ব‌লে পু‌ড়ে হ‌য়ে যা‌বি তুই কু‌পোকাত।

জে‌গে উ‌ঠো মুস‌লিম,‌জে‌গে উ‌ঠো বীর,
ভে‌ঙ্গে গে‌ছে স্ব‌প্নের;শা‌ন্তির নীড়।

আ‌মি ঘুমন্ত ক‌বি,‌নির্বাক ছ‌বি- Kakoli Akther Mou

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.