চন্দনাইশে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
1 min read
সেলিম চৌধুরী :: দক্ষিণ চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় ডিএনসির অভিয়ান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা বেদে পেশার আড়ালে পাচারকালে দুইজনকে আটক করে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা । পরে বন বিভাগে সাপ হস্তান্তর, নিয়মিত মামলা দায়ের করেন। এ অভিয়ান পরিচালনা করেন ২৪ অক্টোবর শনিবার ৬ টায় উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম সন্ধ্যা প্রায় ৬টার সময়। আটককৃতরা হলেন, মোঃ মোক্তার মোল্লা (৪৯), পিতা- মৃত মথুর মোল্লা, মাতা- মৃত ছায়েরা বেগম, সাং- বাড়ী নং-৩৮, কাঞ্চননগর(বেদে বস্তি), ওয়ার্ড নং- ১ সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা কে ২৮০০ পিস ইয়াবা সহ আটক করা হয়,
এবং মোঃ রমিচ মোল্লা (২৮) পিতা- মৃত মথুর মোল্লা, মাতা- ছাবিয়া, সাং- বাড়ী নং-৩৮/১, কাঞ্চননগর(বেদে বস্তি), ওয়ার্ড নং- ০১, সাভার পৌরসভা, থানা- সাভার, জেলা- ঢাকা কে ১২০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
উভয়কে চন্দনাইশ থানাধীন বি.জি.সি ট্রাস্ট মেডিকেল কলেজের বিপরীত পার্শ্বে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে আটক করে চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। বেদের পরিচয়ে ইয়াবাগুলো সাভারে তাদের বেদে পল্লীতে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো বলে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা (খ) সার্কেল পটিয়া চট্টগ্রাম মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।