হবিগঞ্জে ভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক পত্রিকা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1 min readহবিগঞ্জ প্রতিনিধি ; ভিন্নধারা আয়োজনের মধ্যে দিয়ে হবিগঞ্জে দৈনিক পত্রিকা’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। অসহায় দিনমজুর শ্রমজীবী মানুষের মধ্যে একবেলা খাবার ও করোনা সচেতনতায় মাক্স বিতরণের মাধ্যমে হবিগঞ্জের নবীগঞ্জে দৈনিক পত্রিকা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বুধবার (২১ অক্টোবর ) বিকালে নবীগঞ্জ শহরের আব্দুল মতিন চৌধুরী স্কয়ারে সত্য সংবাদ সবার আগে ভিন্ন ধারা দৈনিক পত্রিকা, বিশ্বব্যাপী প্রায় ৪শত প্রতিনিধি ও ৩০ লক্ষ পাঠকের জনপ্রিয় অনলাইন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। দৈনিক পত্রিকা’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সেলিম উদ্দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আশাহিদ আলী আশা, নবীগঞ্জ প্রেসক্লারের সাবেক সভাপতি মুরাদ আহমদ, হবিগঞ্জ সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক আলী হাসান লিটন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শওকত আলী, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি নিরব তালুকদার, সাংবাদিক স্বপন রবি দাশ, সাগর আহমদ, সামাজিক সংগঠন একমুঠো হাসির সভাপতি সাইফুল রহমান, জাবেদুর রহমান, ব্যবসায়ী ফজলু মিয়া, ইমান আলী, সজ্জাত মিয়া, গোলাপ মিয়া, ক্যামেরা জোনের স্বত্বাধিকারী মনির হোসেন সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক ও ব্যবসায়ী বৃন্দ।
মিডিয়া পার্টনার হিসেবে সার্বিকভাবে সহযোগীতা করেন আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফ্রান্স প্রবাসী মোহাম্মদ দিলু তালুকদার।