বানিয়াচংয়ে উপজেলা জমিয়তের সাথে জেলা জমিয়তের মতবিনিময় অনুষ্ঠিত
1 min readবানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের নির্ধারিত দায়িত্বশীলদের সাথে হবিগঞ্জ জেলা জমিয়ত নেতৃবৃন্দের যৌথ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২অক্টোবর )বিকাল ৩টায় সদরের নতুন বাজারস্থ মাদানী কমপ্লেক্সের ২য় তলায় কেন্দ্রীয় জমিয়ত সদস্য ও বানিয়াচং উপজেলা জমিয়ত সভাপতি শায়খ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতী অামির অাহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেদ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা জমিয়ত সেক্রেটারী মুফতি সিদ্দীকুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, প্রচার সম্পাদক ডা. করিম অযহার, অর্থ সম্পাদক মাওলানা শিব্বির অাহমদ, কেন্দ্রীয় যুব জমিয়ত জয়েন্ট সেক্রেটারী ও হবিগঞ্জ জেলা সেক্রেটারী, হবিগঞ্জী হুজুর রহ. সুযোগ্য সন্তান, মাওলানা মামুনুল হক। এসময় শাখার নির্দিষ্ট দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জমিয়ত সেক্রেটারী শায়খ মাওলানা ইকবাল হোসাইন, সহ-সভাপতি মাওলানা শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম সেক্রেটারী মাওলানা মুজিবুর যশকেশরী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা অালাউদ্দিন, মুফতী অাহমদ অালী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোবাশ্বীর অাহমেদ, জেলা যুব জমিয়ত সেক্রেটারী মাওলানা শেখ বশীর অাহমদ, বানিয়াচং উপজেলা জমিয়ত প্রচার সম্পাদ মাওলানা শাহনুর, মাওলানা তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব মোঃ হাফিজ উদ্দিন খাঁ, জেলা ছাত্র জমিয়ত সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারী হাফেজ শোহাইল অাহমদ, ৩নং ইউপি জমিয়ত সভাপতি মাওলানা শফিকুর রহমা ধন মিয়া, ৮নং খাগাউরা ইউপি জমিয়ত সভাপতি শাহ সালেহ অাহমেদ, উপজেলা ছাত্র সভাপতি মুফতি মোফাজ্জল হোসেন, সেক্রেটারী মোহা. শাহ আলম প্রমুখ।