পটিয়ায় পাঁচ হাজার ইয়াবাসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার
1 min read
সেলিম চৌধুরী :: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক কমলমুন্সির হাট এলাকায় চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে তল্লাশি করে ৫০১০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এ সময় ইয়াবা বহনকারী মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে পুলিশ আটক করে। আটককৃতরা হল পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামের নুরল ইসলাম (৩২) ও শিকলবাহার আইয়ুব আলী (২৮)। এ অভিযান পটিয়া থানার ওসি মো বোরহান উদ্দিনের
নেতৃত্বে পরিচালনা হয় । ইয়াবা বহনকারী দুই যুবক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে পটিয়া আসার পথে তাদের আটক করা হয়।পটিয়া থানার সেকেন্ড অফিসার সুমন আহমেদ বলছে ,প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাদের মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে। পরবর্তী রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ সুএে জানাযায়। এছাড়াও পটিয়ার কেলিশহর ইউনিয়ন ও হাইদগাঁও ইউনিয়নে বিভিন্ন স্পটে জমজমাট মাদক ও ইয়াবা ব্যাবসা চলছে বলে এলাকার লোকজনের অভিযোগ বিশেষ করে সেন পাড়া এবং কেলিশহর মাঝির পাড়া, বডুয়ার টেক, রতনপুর, গুচ্ছগ্রামের পাহাড়ের মাদকের ছড়াছড়ি বৃদ্ধি পেয়েছে।এসব অপরাধ প্রবণতা বন্ধে পটিয়া থানার ওসি বোরহান উদ্দীনের ও সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিকুল ইসলামের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।