নড়াইলে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নড়াগাতি থানা পুলিশ
1 min readমুন্সি আরিফুর রহমান ;; নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন বড়দিয়ার মধুমতি নদীতে জাটকা ইলিশ মাছ ধরার সময় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে নড়াগাতি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, বুধবার (২১ অক্টোবর) বিকালে
বড়দিয়ার মধুমতি নদীতে মা ইলিশ মাছ ধরার সময় গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর নির্দেশে এসআই মাসুদ এর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে, থানা হেফাজতে নিয়ে আসা হয়। এসময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নড়াগাতি থানা পুলিশ।
এ সময় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এ বিষয়টি নিশ্চিত করে বলেন জেলেরা তাদের জাল রেখে পালিয়ে যায় তাদেরকে আটক করার চেষ্টা চলছে।