গোয়াইনঘাটের তোয়াকুলে নবদূতের শিক্ষা উপকরণ বিতরণ
1 min readবিলাল আহমদ রাসেল :: বৃহত্তর সিলেটের খ্যাতিমান সংগঠন নবদূত সামাজিক ফোরামের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল রওযাতুল আতফাল লাকী মাদ্রাসায় ২২ অক্টোবর ২০২০ সকাল ১১ ঘটিকায় গরীব অসহায় শিক্ষার্তীদের মাঝে নবদূতের শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। ফোরামের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান এর সভাপতিত্বে ও ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ রহিমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অথিতির আলোচনা রাখেন তরুণ রাজনীতিবিদ মুহাম্মদ আশরাফুল ইসলাম,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রওযাতুল আতফালের শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ী মাওলানা ফারুক আহমদ,নবদূত তোয়াকুল প্রতিনিধি ও তোয়াকুল এপেক্সের সত্ত্বাধিকারী মাওলানা আব্দুল মতিন,মাওলানা আব্দুল্লাহ,রহমানিয়া টেইলার্সের পরিচালক হাফিজ ফখরুল আমিন,মাওলানা শামসুদ্দীন, মাওলানা নুরুল আমিন,মাওলানা নজরুল ইসলাম,মুহাম্মদ আব্দুল মুছাব্বির।অনুষ্ঠানের শুরুতে কালামেপাক তেলাওয়াত করেন পাবেল আহমদ এবং মুনাজাত করেন মাওলানা আব্দুল্লাহ সাহেব।