আসসালামু আলাইকুম (কবিতা)
1 min read
[কাকলী আক্তার মৌ]
জাতিগত পরিচয়ে মুসলিম,ভাই;
কারো সনে দেখা হলে সালাম জানাই।
সালামের মর্যাদা অনেক উচু তাই,
শান্তির বিনিময়ে শান্তি কুড়াই।
দেখা হলে যে’জনা সালাম দেয় আগে,
বহু নেকী জমা পরে আমলের ভাগে।
সালামের বিনিময়ে অহমিকা মরে,
নেকে সুখ ভরে উঠে;অন্তর ঘরে।
রাসূলের অনুসারী জগতের পরে,
সালাম দেয়,দেখা হলে;একে অপরে।
জান্নাতী রীতি নীতি হল এ সালাম,
প্রমানক পাবে খোঁজে;প্রভুর’ই কালাম।
বাম-সাম কতিপয় নাস্তিক জাতে,
শয়তান সনে তারা আতাতে মাতে।
“স্লামালেকুমে” তারা সুখ পেতে চায়,
শুনে তাই অন্তর করে হায় হায়।
বলি ওরে জাহেলের সঙ্গী তোরে,
প্রতিবাদ কন্ঠে,বজ্র সুরে।
যারা বলে সালাম দেয়া “রীতি নীতি জঙ্গী”,
তারা হল জাহেলের অতি প্রিয় সঙ্গী।
জাহান্নামের কয়লা,নাস্তিকে জাত,
একদা হবে তোরা গজবে উৎখাত।
ঘুমন্ত কবি, Kakoli Akther Mou